জলপাইগুড়ি, 28 জুন: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বদলে কাটমানি নেওয়ার অভিযোগ একাধিকবার উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে ৷ পঞ্চায়েত এলাকায় এই অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে গত কয়েক বছরে ৷ সেই কারণে পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে এই নিয়ে বারবার কড়াবার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবারও জলপাইগুড়ির জনসভা থেকে তিনি বলেন, কন্যাশ্রী কাউকে এক পয়সাও দেবেন না । মেধাশ্রী কাউকে এক পয়সাও দেবেন না ৷ এটা আপনার অধিকার । কেউ যদি বলে আমাকে দাও, আমি করে দেব । কেউ চাইলে বলবেন, দিদিকে বলে দেব ৷ সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বর আছে আমার কাছে । আমরা চাই মানুষ পরিষেবা পাক ।’’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর সারা বাংলা জুড়ে কাটমানির ইস্যু নিয়ে তোলপাড় হয়েছিল । সরকারি পরিষেবা পেতে পঞ্চায়েতের নেতাদের কাটমানি দিতে হয় বলে একাধিক অভিযোগ ওঠে ৷ যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই অভিযোগের সারবত্তা যে ছিল, তা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই স্পষ্ট হচ্ছে ৷ এখনও তৃণমূলের নেতাদের সাধারণ মানুষ এই অভিযোগ করেন ৷
মাস কয়েক আগে দিদির সুরক্ষা কবচ নামে এক কর্মসূচি শুরু করেছিল তৃণমূল ৷ ওই কর্মসূচিতে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ শোনার দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের ৷ সেই কর্মসূচি চলাকালীনও এই অভিযোগ এসেছে বলে জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ৷ তিনি বলেন, ‘‘আমি নিজেও জনপ্রতিনিধি । 15 বছর পার করে এসেছি । আমরা এবার সুরক্ষা কবচ করতে গিয়ে টাকা নেওয়ার এই অভিযোগ পেয়েছি ।’’