জলপাইগুড়ি, 27 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর নিয়ে ফের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, ‘‘আজ আমেরিকাকে কত টাকা দিয়ে এসেছে ? দেশকে বিক্রি করে দিচ্ছে৷ রাশিয়াকে কত টাকায় কিনেছে ?’’ মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আক্রমণ শানান তিনি ৷
মোদিকে আক্রমণ মমতার:সোমবার পঞ্চায়েত নির্বাচনের প্রথম প্রচার সভা থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী ৷ আমেরিকায় গিয়ে টাকা খরচ করলেও বাংলায় একশো দিনের কাজের টাকা বিজেপি সরকার দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি ৷ এছাড়া বিদেশ থেকে বিমান কেনার প্রসঙ্গ তোলেন ৷ মঙ্গলবারও সেই একই সুরে মমতা আক্রমণ করেন মোদিকে ৷ ফের টেনে আনেন একশো দিনের কাজের প্রসঙ্গ ৷ তখনই বলেন, ‘‘একশো দিনের কাজের টাকা দেয়নি ৷ কত সমস্যা হচ্ছে ৷ আজ আমেরিকাকে কত টাকা দিয়ে এসেছে ? দেশকে বিক্রি করে দিচ্ছে ৷ রাশিয়াকে কত টাকায় কিনেছে ?’’
এদিনের সভা থেকে আরও একাধিক ইস্যুতে বিজেপি ও মোদি সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার মধ্য়ে বিএসএফের বিষয়টি ছিল, তেমনই চা-বাগান সহ আরও একাধিক বিষয় ছিল ৷
আরও পড়ুন:মোদি আজ আছে কাল নেই, বিএসএফ-কে স্বাধীনভাবে কাজ করার বার্তা মমতার