পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Slams Modi: রাশিয়াকে কত টাকায় কিনেছে, মোদিকে নিশানা মমতার - বিজেপি

মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তিতে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন বিদেশ সফর নিয়ে ৷

Mamata Slams Modi
Mamata Slams Modi

By

Published : Jun 27, 2023, 4:05 PM IST

জলপাইগুড়ি, 27 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর নিয়ে ফের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, ‘‘আজ আমেরিকাকে কত টাকা দিয়ে এসেছে ? দেশকে বিক্রি করে দিচ্ছে৷ রাশিয়াকে কত টাকায় কিনেছে ?’’ মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আক্রমণ শানান তিনি ৷

মোদিকে আক্রমণ মমতার:সোমবার পঞ্চায়েত নির্বাচনের প্রথম প্রচার সভা থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী ৷ আমেরিকায় গিয়ে টাকা খরচ করলেও বাংলায় একশো দিনের কাজের টাকা বিজেপি সরকার দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি ৷ এছাড়া বিদেশ থেকে বিমান কেনার প্রসঙ্গ তোলেন ৷ মঙ্গলবারও সেই একই সুরে মমতা আক্রমণ করেন মোদিকে ৷ ফের টেনে আনেন একশো দিনের কাজের প্রসঙ্গ ৷ তখনই বলেন, ‘‘একশো দিনের কাজের টাকা দেয়নি ৷ কত সমস্যা হচ্ছে ৷ আজ আমেরিকাকে কত টাকা দিয়ে এসেছে ? দেশকে বিক্রি করে দিচ্ছে ৷ রাশিয়াকে কত টাকায় কিনেছে ?’’

এদিনের সভা থেকে আরও একাধিক ইস্যুতে বিজেপি ও মোদি সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার মধ্য়ে বিএসএফের বিষয়টি ছিল, তেমনই চা-বাগান সহ আরও একাধিক বিষয় ছিল ৷

আরও পড়ুন:মোদি আজ আছে কাল নেই, বিএসএফ-কে স্বাধীনভাবে কাজ করার বার্তা মমতার

চা-বাগান প্রসঙ্গ: মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লোকসভা নির্বাচনের আগে ভাজপা সরকার বলেছিল জিতলে চা-বাগান খুলে দেবে ৷ একটাও খোলেনি ৷ আমরা খুলেছি ৷’’ এর পর তিনি রাজ্য সরকার চা-বাগান ও চা-শ্রমিকদের জন্য কী কী কাজ করেছে, সেই খতিয়ানও তুলে ধরেন ৷

বিএসএফ নিয়ে মমতা: বিএসএফ গুলি করে সাধারণ মানুষকে হত্যা করছে, সোমবার এই অভিযোগ তুলেছিলেন মমতা ৷ সেই নিয়ে তৈরি হয় বিতর্ক ৷ মঙ্গলবার তিনি এই প্রসঙ্গে বলেন, ’’বিএসএফের সবাই খারাপ নয় ৷ স্বাধীনভাবে কাজ করুন ৷ মোদি আজ আছে, কাল চলে যাবে ৷ কিন্তু আপনারা তো দেশের রক্ষা করার জন্য থাকবেন ৷ তাহলে অত্যাচার করা উচিত নয় ৷ মানুষের সঙ্গে মিলে কাজ করা উচিত ৷’’

মোদি সরকারকে নিশানা: কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপির আয়ু আর মাত্র ছ’মাস ৷ আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভোট ৷ ভারতকে আমি যদি চিনে থাকি, একেবারে ধুয়ে যাবে ৷ তাই আজ লবি করে বেড়াচ্ছে ৷ হঠাৎ কিছু বোরহা মুসলিমকে ছবি দেখিয়ে দেখাচ্ছে ‘আমি সংখ্যালঘুদের কত ভালোবাসি’ ৷ সংখ্যালঘুদের তো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে ৷ দলিতদের পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে ৷’’

আরও পড়ুন:খারাপ আবহাওয়া, সেবকে জরুরি অবতরণ মমতার কপ্টারের

ABOUT THE AUTHOR

...view details