মালবাজার, 18 অক্টোবর: হড়পা বানে (Malbazar Flash Flood Accident) ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে সোমবার বিকেলে জলপাইগুড়ির মালবাজারে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ রাতে তিনি সেখানেই ছিলেন ৷ তাঁর রাত্রিবাসের জায়গা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ যদিও এর মধ্যে বিতর্কের কিছু যে নেই সেই কথাই কার্যত মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
মঙ্গলবার মালবাজারের দুর্ঘটনায় (Malbazar Accident) নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নিহতদের পরিবার ও উদ্ধারকারীদের হাতে সাহায্য তুলে দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই নিয়ে প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তিনি জানান, মালবাজারে থাকার কোনও ভালো জায়গা নেই, তাই তিনি সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক দুলাল দাসের ফার্ম হাউজে ছিলেন ৷ মুখ্য়মন্ত্রী বলেন, ‘‘একদম থাকার কোনও জায়গা নেই ৷ ফলে আমি বাধ্য হয়ে...আর দুলালদা নিজে চলে এসেছেন...এটা আমার এমএলএ-র বাড়ি ৷ আমার জন্যই ওরা বসেছিল ৷...রাতে কীর্তন শুনে কেটে গিয়েছে ৷ তবুও তো একটা জায়গায় থাকতে হবে ৷ মেয়েরা তো রাস্তায় পড়ে থাকতে পারে না ৷’’
এই নিয়ে অবশ্য প্রশ্ন তুলে আগেই টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি প্রশ্ন তুলেছেন, বেসরকারি একটি ফার্ম হাউজ মেরামতিতে কেন সরকারি অর্থ খরচ হবে ? সরাসরি না হলেও মুখ্যমন্ত্রী সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷