পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Molay Ghatak on Malbazar Accident: মাল নদীতে বিসর্জনের দিন হড়পা বানে উদ্ধারকারীরা তৃণমূল কর্মী, দাবি মলয় ঘটকের

বিজয়া দশমীর বিসর্জন চলাকালীন মালবাজারে হড়পা বানে 8 জনের মৃত্যু হয় (Malbazar Flash Flood Accident) ৷ ওই দুর্ঘটনার সময় নদীতে ঝাঁপিয়ে পড়ে অনেককে বাঁচান এলাকায় জনাচারেক যুবক ৷ ওই উদ্ধারকারীদের তৃণমূল কর্মী বলে শনিবার দাবি করলেন রাজ্য়ের মন্ত্রী মলয় ঘটক (Bengal Minister Molay Ghatak) ৷

By

Published : Oct 15, 2022, 6:37 PM IST

Malay Ghatak claims volunteers who worked during Molay Ghatak on Malbazar Accident were Trinamool Congress activists
Molay Ghatak on Malbazar Accident: মাল নদীতে বিসর্জনের দিন হড়পা বানে উদ্ধারকারীরা তৃণমূল কর্মী, দাবি মলয় ঘটকের

জলপাইগুড়ি, 15 অক্টোবর : মালবাজারের বিসর্জন ঘাটে হড়পা বানে (Malbazar Flash Flood Accident) যাঁরা ঝাপিয়ে পড়ে মানুষদের উদ্ধার করেছেন, তাঁরা সবাই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মী । এমনটাই দাবি করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক (Bengal Minister Molay Ghatak) । মালবাজারের উদ্ধারকারীদের তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করে বিতর্ক উস্কে দিলেন আইনমন্ত্রী ।

তিনি এদিন কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের সদর ব্লক-2 এর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন ৷ সেখানে তাঁর দাবি, এই বিষয়টি শুধুমাত্র তৃণমূলেই দেখা যায় ৷ অন্য কোনও দলে এটা দেখা যায় না ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘সংখ্যালঘু যুবকরা সেদিন দেখেননি যিনি ডুবছে, তিনি হিন্দু না মুসলিম । তাই তাঁরা বাঁচানোর জন্যই নদীতে লাফ দিয়েছিলেন ৷’’

মাল নদীতে বিসর্জনের দিন হড়পা বানে উদ্ধারকারীরা তৃণমূল কর্মী, দাবি মলয় ঘটকের

তিনি আরও বলেন, ‘‘আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) সবাই মিলে বসে এমন একজন প্রার্থী নির্বাচন করতে হবে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি নিয়ে বাড়ি বাড়ি গেলে তাঁকে লোকে ভোট দেবেই ।’’ এদিন কেন্দ্রীয় সরকারের তুলোধনা করতে গিয়ে মলয় ঘটক বলেন, ‘‘মালবাজারের বিসর্জন ঘাটে হড়পা বানে 8 জনের মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি (BJP) । কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য কিছুই করেনি ।’’

এদিন মন্ত্রী আরও বলেন, ‘‘বিজেপি কোচবিহারকে আলাদা রাজ্য করবে, দার্জিলিংকে আলাদা রাজ্য করবে । কিছুদিন পর শোনা যাবে জলপাইগুড়িতে বিজেপির টলমল অবস্থা থাকলেও আলাদা রাজ্য করে দেবে ।’’

মালনদীতে বিসর্জন ঘাটে হড়পা বানে অনেকেই ভেসে যাচ্ছিলেন, সেখানে দলমত নির্বিশেষ সবাই যার যা ক্ষমতা তা নিয়েই ঝাঁপিয়ে পড়েছিলেন উদ্ধার কাজে । আজ, শনিবার জলপাইগুড়িতে এসে উদ্ধারকারী সবাইকে তৃণমূল কংগ্রেসের লোক বলে দাবি করেন মলয় ঘটক ।

তাঁর দাবি, আগামী 17 তারিখ মালবাজারে মুখ্যমন্ত্রী আসছেন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে । তৃণমূলের জন প্রতিনিধিরাও সেদিন মালবাজারে পৌছে গিয়েছিলেন । এদিন কালিয়াগঞ্জ ক্লাবের মাঠে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ, যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন :হড়পায় ভেসে যাওয়াদের উদ্ধার, 4 'রিয়েল হিরো'কে সংবর্ধনা

ABOUT THE AUTHOR

...view details