জলপাইগুড়ি, 4 সেপ্টেম্বর : বিয়ের নামে প্রতারণার অভিযোগ ৷ তাও আবার একজন বা দু’জন নয়, একেবারে ছ‘- ছ’জন মহিলাকে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত রাহুলকুমার সিং ৷ বিহারের বৈশালীর বাসিন্দা রাহুলের আপাতত ঠাঁই হয়েছে শ্রীঘরে ৷
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মাল থানা এলাকায় ৷ ওই থানার পুলিশই রাহুলকে গ্রেফতার করে ৷ পরে আদালতে পেশ করে ৷ আদালতের নির্দেশে রাহুল এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷
আরও পড়ুন :Extramarital affair : পরকীয়ার অভিযোগে দেওর ও বৌদিকে খুটিতে বেঁধে মারধর
কিন্তু যে যুবক, পাঁচ-পাঁচজন মহিলাকে রীতিমতো ঘোল খাইয়ে তার পর ছ’নম্বর স্ত্রীর সঙ্গে সুখের সংসার বাঁধে, তার এই কুকীর্তি প্রকাশ্যে এল কী করে ? আপাতত এই প্রশ্নেই সরগরম জলপাইগুড়ি ৷
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গিয়েছে, জলপাইগুড়ির নেওড়া নদী চা বাগানের বড়া লাইনে স্ত্রীকে নিয়ে সংসার পেতেছিল রাহুল ৷ সুখেই চলছিল ঘরকন্না ৷ কিন্তু গোল বাঁধে গত 29 অগস্ট ৷ সেদিন রাহুলের ঘরে হাজির হন দুই মহিলা ৷ রাহুলের স্ত্রীর কাছে দাবি করেন যে তাঁদেরও রাহুল বিয়ে করেছেন ৷
আরও পড়ুন :Cattle Shed : বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে অবৈধ খাটাল হঠাল পুলিশ
প্রথমে রাহুলের বর্তমান স্ত্রী তা মানতে চাননি ৷ ফলে ঝামেলা শুরু হয় ৷ গোলমালের জেরে আশপাশের বাসিন্দারাও হাজির হন সেখানে ৷ স্থানীয় হওয়ায় রাহুলের বর্তমান স্ত্রীরই পক্ষ নেন সকলে ৷ ফলে গোলমাল চরমে ওঠে ৷ তখন খবর যায় মাল থানায় ৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷
জানা গিয়েছে, পুলিশের কাছে ওই দুই মহিলার বিয়ের উপযুক্ত প্রমাণ পেশ করেন ৷ আর তখনই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে ৷ ধরা পড়ে যায় রাহুল ৷ পুলিশ তাকে থানায় আনতেই গড়গড় করে সব ঘটনা সে স্বীকার করে বলে জানা গিয়েছে ৷ কিন্তু সেই সত্যি সামনে আসতেই হতবাক সকলে ৷
আরও পড়ুন :Safe drive save life : হেলমেটবিহীন বাইক আরোহীদের সচেতনে অভিনব পন্থা
কারণ, রাহুল আগে পাঁচটি বিয়ে করেছিল ৷ নেওড়া নদী চা বাগানের বড়া লাইনে ষষ্ঠ স্ত্রীকে নিয়ে থাকছিল ৷ প্রতিবারই সে কাজ দেওয়ার নাম করে বিয়ে করত ৷ তার পর প্রয়োজন ফুরোলে সেখান থেকে বেপাত্তা হয়ে যেত ৷ তবে শুধু বিয়ের নামে প্রতারণা নয়, রাহুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগও উঠেছে ৷
পুলিশ এখনই এই নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ ৷ তবে তারা ঘটনার তদন্ত করছে ৷ রাহুলের বিরুদ্ধে আরও কোনও অভিযোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে মাল থানার সূত্র থেকে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Parrot Rescue : পাচারের আগেই উদ্ধার 55টি টিয়া পাখি