জলপাইগুড়ি, 9 মে: স্বামী এবং স্ত্রী'র আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় রক্ষাকবচ পেলেন জলপাইগুড়ির অভিযুক্ত তৃণমূল নেতা ৷ সুইসাইড নোটে নাম থাকা অভিযুক্ত তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের এই মামলা কলকাতা হাইকোর্টের জলাপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারাধীন ছিল ৷ আদালত মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ৷ আগামী বৃহস্পতিবার ফের শুনানি হবে এই ঘটনার ৷ সেদিন জানা যাবে তদন্তভার সিবিআইয়ের হাতে যাচ্ছে কি না ।
মৃত দম্পতির পরিবারের পক্ষের আইনজীবী কল্লোল মণ্ডল বলেন, "আজ দুটি মামলার শুনানি ছিল । একটি সৈকত চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ৷ অন্যটি এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন।" তিনি জানান, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আপাতত মুল অভিযুক্ত সৈকতকে গ্রেফতার করা যাবে না। 11 মে ফের সিবিআই তদন্তভার পাবে কি না, তার শুনানি হবে। তবে আমরা আদালতকে জানিয়েছি পুলিশ ঠিকমতো তদন্ত করছে না । অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে । চারজন অভিযুক্তের মধ্যে কাউকেই গ্রেফতার করা হয়নি । সৈকতের জামিনের আবেদনের শুনানি ফের জুনে ৷ সৈকত চট্টোপাধ্যায়ের আইনজীবী সন্দীপ সরকার বলেন, "সৈকতের জামিনের আবেদন করা হয়েছিল । কিন্তু বিচারক তাঁকে আপাতত গ্রেফতার করা যাবে না বলে রক্ষাকবচ দিয়েছেন। দু'পক্ষকেই হলফনামা জমা করতে বলা হয়েছে।"