জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি : পরিচারিকাকে (Maid alleges assault) চোর সন্দেহে হাত বেঁধে ঘরে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে । গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহত পরিচারিকা । অভিযুক্ত পুলিশ কর্মীর নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri news) মণ্ডলঘাট এলাকায় ।
অভিযোগ, মণ্ডলঘাট এলাকার বাসিন্দা বিশারু ঘোষের বাড়িতে 12-14 বছর ধরে পরিচারিকার কাজ করতেন মনবালা রায় । গত বুধবার বিশারু বাবুর বাড়ি থেকে একটি সোনার আংটি খোয়া যায় বলে অভিযোগ । বাড়ির পরিচারিকা মনবালা সেটি চুরি করেছে বলে সন্দেহ করে গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে বাড়িতে ডাকেন বিশারু ঘোষ ও তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ রায় ।
অভিযোগ, তাঁরা লোহার রড দিয়ে ব্যাপক মারধর করেন মনবালাকে ৷ এমনকী সূঁচ গরম করে মনবালার গালে পাঁচবার ফুটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ । যার ফলে মনবালা ঠিক মতো কথা বলতে পারছেন না । বৃহস্পতিবার গোটা রাত ধরে ঘরে তাঁর হাত বেঁধে রেখে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন পরিচারিকা ৷ তাঁর গোটা শরীরের বেশকিছু জায়গায় রক্ত জমাট বেঁধে যায় ৷