পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik Student Killed: দেওয়া হল না মাধ্যমিক, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বুনো হাতির হামলায় মৃত ছাত্র

জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছিল সে ৷ পথেই ঘটল বিপত্তি ৷ বুনো হাতি পিষে মারল ওই মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Student Death) ৷ আর দেওয়া হল না তার মাধ্যমিক ৷

Madhyamik Student Dies ETV Bharat
মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু জলপাইগুড়িতে

By

Published : Feb 23, 2023, 11:25 AM IST

Updated : Feb 23, 2023, 3:45 PM IST

হাতির হামলায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী

জলপাইগুড়ি, 23 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার দিন মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে ৷ পরীক্ষা দিতে বেরিয়ে হাতির হানায় মৃত্যু হল এক পড়ুয়ার (Madhyamik Student Dies in Elephant attack) । ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর বনবিভাগের জঙ্গল লাগোয়া মহারাজ ঘাট এলাকায় । বৈকুন্ঠপুর বনবিভাগের জঙ্গল থেকে আচমকা একটি হাতি বেরিয়ে এসে হামলা চালায় বলে খবর। হাতির আক্রমণে পরে যায় ওই মাধ্যমিক পরীক্ষার্থী । এরপর শুড় দিয়ে তুলে আছাড় দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীকে পায়ে পিষে মারে হাতিটি । মৃত পরীক্ষার্থীর নাম অর্জুন দাস ।

স্থানীয় বাসিন্দা বাপ্পা দাস জানান, আজ সকালে বাবা বিষ্ণু দাসের সঙ্গে বৈকুন্ঠপুরের জঙ্গলের রাস্তা ধরেই অর্জুন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল । জঙ্গলের রাস্তায় হাতিটি ছিল । মোটর বাইকে করে ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন বিষ্ণু দাস । সেই সময় হঠাৎ করেই মোটর বাইকের সামনে চলে আসে হাতি । বাইক দেখেই হাতিটি তেড়ে আসে । মোটর বাইক ছেড়ে পালাতে যায় বাবা ছেলে ৷

তবে বাবা পালাতে পারলেও অর্জুনকে ধরে ফেলে হাতিটি । সেখানেই শুড়ে তুলে আছড়ে মারে । এরপর পা দিয়ে পিষে মারে তাকে হাতিটি ৷ দীর্ঘক্ষণ হাতিটি সেখানেই দাড়িয়ে থাকে বলে জানা গিয়েছে । আশপাশ থেকে লোক এসেও হাতিকে তাড়াতে পারেনি । এরপর ট্র‍্যাক্টর নিয়ে তাড়ানো হয় হাতিটিকে । তারপর অর্জুনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

জানা গিয়েছে, অর্জুন বেলাকোবা বটতলা স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল। ঘটনার আধ ঘণ্টা পর বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসেন । জঙ্গলের পাশে রাস্তায় মাধ্যমিক পরীক্ষার দিনে কোনও বনকর্মী পাহাড়ায় ছিলেন না-বলে খবর । বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, বৈকুন্ঠ বনবিভাগের ভালোবাসা মোড়ের কাছে জঙ্গলের রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে মারে হাতি । পাচিরাম নাহাটা স্কুলে পড়ত অর্জুন দাস । তার পরিবারকে সরকারিভাবে সাহায্য করা হবে ।

আরও পড়ুন:একগুচ্ছ সতর্কতায় আজ থেকে শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা

Last Updated : Feb 23, 2023, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details