ধূপগুড়ি, 25 মে: নিম্নমানের পোকা ধরা খাদ্য বিতরণ করা হচ্ছে শিশুশিক্ষা কেন্দ্র থেকে, এমনই অভিযোগে উত্তেজনা ছড়াল ধূপগুড়িতে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা গ্রামের শরৎচন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রে (Low Quality Potato and Rice Distribute)।
জানা গিয়েছে, এদিন শিক্ষাকেন্দ্রের পড়ুয়াদের জন্য বরাদ্দ চাল, ডাল, চিনি, আলু বিতরণ করা হচ্ছিল । অভিযোগ, অভিভাবকরা দেখেন প্যাকেটে করে পড়ুয়াদের যে চাল দেওয়া হচ্ছে তাতে পোকা ধরে গিয়েছে । রেশন দোকান থেকে আনা চাল প্যাকেটে ভরে দেওয়া হচ্ছিল পড়ুয়াদের । প্রশ্ন উঠেছে এতবার দেখে ওজন করা সত্ত্বেও চালে থাকা পোকা নিয়ে কোনও পদক্ষেপ নেননি ভারপ্রাপ্ত শিক্ষিকা। এছাড়া যে আলু দেওয়া হচ্ছে সেই আলুও পচা বলে দাবি পড়ুয়াদের অভিভাবকদের ।