পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Low Quality Rice Distribute : শিক্ষাকেন্দ্রে নিম্নমানের খাদ্য বন্টনের অভিযোগ, চালে কিলবিল করছে পোকা

পোকাধরা চাল ও পচা আলু বিতরণের অভিযোগ ধূপগুড়ির সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা গ্রামের শরৎচন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ অভিভাবকদের (Low Quality Potato and Rice Distribute)৷

Low Quality Potato and Rice Distribute
শিক্ষাকেন্দ্রে নিম্নমানের খাদ্য বন্টনের অভিযোগ

By

Published : May 25, 2022, 10:09 PM IST

ধূপগুড়ি, 25 মে: নিম্নমানের পোকা ধরা খাদ্য বিতরণ করা হচ্ছে শিশুশিক্ষা কেন্দ্র থেকে, এমনই অভিযোগে উত্তেজনা ছড়াল ধূপগুড়িতে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা গ্রামের শরৎচন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রে (Low Quality Potato and Rice Distribute)।

জানা গিয়েছে, এদিন শিক্ষাকেন্দ্রের পড়ুয়াদের জন্য বরাদ্দ চাল, ডাল, চিনি, আলু বিতরণ করা হচ্ছিল । অভিযোগ, অভিভাবকরা দেখেন প্যাকেটে করে পড়ুয়াদের যে চাল দেওয়া হচ্ছে তাতে পোকা ধরে গিয়েছে । রেশন দোকান থেকে আনা চাল প্যাকেটে ভরে দেওয়া হচ্ছিল পড়ুয়াদের । প্রশ্ন উঠেছে এতবার দেখে ওজন করা সত্ত্বেও চালে থাকা পোকা নিয়ে কোনও পদক্ষেপ নেননি ভারপ্রাপ্ত শিক্ষিকা। এছাড়া যে আলু দেওয়া হচ্ছে সেই আলুও পচা বলে দাবি পড়ুয়াদের অভিভাবকদের ।

শিক্ষাকেন্দ্রে নিম্নমানের খাদ্য বন্টনের অভিযোগ

আরও পড়ুন: রেশনের গমে কিলবিল করছে পোকা ! গ্রাহকদের বিক্ষোভ দাসপুরে

পাশাপাশি আলু, চিনি, ডালে ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ । এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করে শিক্ষাকেন্দ্রের সামনে ৷ শেষপর্যন্ত সংশ্লিষ্ট রেশন দোকান থেকে পোকা ধরা চাল বদলে আনাতে পরিস্থিতি স্বাভাবিক হয় । কিন্তু আলু বিতরণ নিয়ে ফের উত্তেজনা দেখা দিলে ভারপ্রাপ্ত সহায়িকা ঘটনাটি শিকার করে আগামিকাল ভাল চাল এবং আলু দেবেন বলে আশ্বাস দেন ৷ এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details