পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Loco Inspector Saves Life: রেললাইনে গলা দিয়ে আত্মহত্যার চেষ্টা, ট্রেন থামিয়ে বৃদ্ধকে বাঁচালেন লোকো ইনস্পেকটর - আলিপুরদুয়ারের খবর

রেললাইনে গলা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক বৃদ্ধ ৷ তবে তৎপরতার সঙ্গে ট্রেন থামিয়ে (Loco Inspector halts train) সেই বৃদ্ধকে বাঁচালেন লোকো ইনস্পেকটর (Loco Inspector Saves Life)৷ আলিপুরদুয়ারের ঘটনা ৷

trying to commit suicide ETV Bharat
আত্মহত্যার চেষ্টা

By

Published : Feb 27, 2023, 2:40 PM IST

জলপাইগুড়ি, 27 ফেব্রুয়ারি: রেললাইনে গলা দিয়ে চোখ বুজে শুয়ে রয়েছেন এক বৃদ্ধ (Loco Inspector Saves Life)। আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি ৷ তবে তাঁর সেই প্রচেষ্টা সফল হল না ৷ ট্রেন থামিয়ে বৃদ্ধকে নতুন জীবন উপহার দিলেন লোকো ইনস্পেকটর চন্দন সরকার (Loco Inspector halts train)।

আত্মহত্যার চেষ্টা রুখে দিলেন লোকো ইনস্পেকটর: কাজ নেই ৷ তাই রেললাইনে গলা দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন বৃদ্ধ । রেললাইনে সটান শুয়ে ট্র্যাকের উপর মাথা রেখে অপেক্ষা করছিলেন ট্রেনের ৷ দূর থেকেই তা নজরে আসে ট্রেনের লোকো ইন্সপেক্টর চন্দন সরকারের ৷ তিনি ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে ট্রেন থামিয়ে দেন ৷ প্রাণ রক্ষা পায় ওই বৃদ্ধের ৷ রবিবার এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের নিউ ময়নাগুড়ি নিউ দোমোহনীর মাঝে ।

তৎপরতায় রক্ষা পেল প্রাণ: নিউ কোচবিহার থেকে শিয়ালদাগামী ট্রেনটি নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল । সেই সময় ট্রেনের লোকো ইনস্পেকটর ও চালক লক্ষ্য করেন নিউ ময়নাগুড়ি নিউ দোমোহনী রেলের 43/24 নং পোস্টের কাছে এক ব্যক্তি রেললাইনে মাথা দিয়ে শুয়ে রয়েছেন । এক মুহূর্তও দেরি না করে ট্রেন থামিয়ে দেন লোকো ইনস্পেকটর ৷

মানবিক চালকের কাজে আপ্লুত রেলকর্মীরা: আলিপুরদুয়ারের সূর্যনগরের বাসিন্দা চন্দন সরকারের কাজকে কুর্নিশ জানিয়েছেন শহরবাসী । তাঁরা বলেছেন, রেললাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা তাঁরা মাধেমধ্যেই দেখেন । রেললাইনে কেউ মাথা দিলে বা রেললাইনে শুয়ে থাকলে ট্রেনের চালক তাঁর উপর দিয়েই ট্রেন চালিয়ে দেন । কিন্তু এ বার ঠিক উলটো ঘটনা ঘটল । ট্রেন থামিয়ে বৃদ্ধের জীবন বাঁচালেন লোকো ইনস্পেকটর ও ট্রেনচালক । এমন মানবিক চালকের কাজে আপ্লুত রেলকর্মীরাও । আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ট্রেনের লোকো ইনস্পেকটর চন্দন সরকারের কাজে গর্বিত রেল ।

ইমার্জেন্সি ব্রেক কষে থামানো হয় ট্রেন: জানা যায়, 3142 ডাউন তিস্তাতোর্ষা এক্সপ্রেস নিউ কোচবিহার থেকে শিয়ালদাগামী ট্রেনের লোকো ইনস্পেকটর চন্দন সরকার লক্ষ্য করেন, রেললাইনে মাথা দিয়ে এক ব্যক্তি শুয়ে রয়েছেন । এরপর ট্রেনটিকে ইমার্জেন্সি ব্রেক কষে দাঁড় করানো হয় । তিস্তা সেতুর আগে ট্রেনটি থাকায় সেখানে ট্রেনের গতি কম ছিল, ফলে ট্রেন থামাতে বেগ পেতে হয়নি বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:বাইক রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের, রোখার চেষ্টা করেও ব্যর্থ প্রত্যক্ষদর্শী

পৃথিবীটা সুন্দর, বৃদ্ধকে বোঝান রেলকর্মী: ট্রেন থেকে নেমে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধকে তোলেন চন্দন সরকার ৷ তিনি তাঁকে জিজ্ঞেস করেন, কেন তিনি রেললাইনে মাথা দিয়ে শুয়ে আছেন । উত্তরে বৃদ্ধ জানান, তিনি সুইসাইড করতে এসেছেন । তাঁর কোনও কাজ নেই ৷ তাই আত্মহত্যা করার জন্যই তিনি রেললাইনে মাথা দিয়ে শুয়েছিলেন ।

চন্দন সরকার বৃদ্ধকে বলেন, "ভগবান আপনাকে সুইসাইড করার জন্য পাঠিয়েছেন ? কাজ নেই তো কী হয়েছে ! মানুষ ভিক্ষে করে খায় না ?" তখন ওই বৃদ্ধ জানান, তাঁর নাম রোহিত সরকার । তিনি বাসে করে সেখানে এসেছেন । তাঁর বাড়ি চিকন মাটি । তাঁর কাছ থেকে কোনও পরিচয় পত্র পাওয়া যায়নি । চন্দন তাঁকে বলেন, "পৃথিবীটা সুন্দর । দু:খ সবার থাকে । তাই বলে আত্মহত্যা করবেন না ।"

ঈশ্বরকে ধন্যবাদ লোকো ইনস্পেকটরের: তিস্তাতোর্ষা এক্সপ্রেসের লোকো ইনস্পেকটর চন্দন সরকার বলেছেন, "ভগবানকে ধন্যবাদ জানাই । নিউ কোচবিহার তিস্তা তোর্সা এক্সপ্রেসের আমি লোকো ইন্সপেক্টর ছিলাম । আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী তিস্তাতোর্সা এক্সপ্রেসের সামনে রেললাইনে এক ব্যক্তি শুয়েছিলেন । আমার মাথায় লোকটিকে বাঁচানোর তাগিদ জাগে । জানতে পেরেছি মালবাজারের ক্রান্তি ময়নাগুড়ি রুটের কনডাক্টর ছিলেন ওই ব্যক্তি ।"

খুশি রেল কর্তৃপক্ষ: ট্রেনটির লোকো পাইলট ছিলেন মনোজ কুমার রজক ও কো পাইলট ছিলেন অবদেশ মৌরিয়া ৷ তাঁদের সহযোগিতা ছাড়া বৃদ্ধকে বাঁচানো সম্ভব ছিল না বলে জানান চন্দন সরকার । তিনি আরও বলেন, "সাধারণত ট্রেন থামে না । ভগবান চেয়েছিল বলেই লোকটি বাঁচল ৷" আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিআরএম দিলীপ সিং জানান, এক ব্যক্তির জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলে তাঁরা খুবই আনন্দিত ৷ দিনের বেলায় এমন ঘটনা হওয়ায় ট্রেনের কর্মীদের সচেতেনতার জন্যই এটা করা সম্ভব হয়েছে বলে তিনি জানান ।

ABOUT THE AUTHOR

...view details