জলপাইগুড়ি, 9 জুলাই : চুল পেকে গেছে । বয়সের ভারে মুখের বলিরেখাগুলি স্পষ্ট হয়ে উঠেছে । অশক্ত শরীরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে নেমেছেন বৃদ্ধা । প্ল্যাকার্ডে লেখা, টাকা ফিরিয়ে দিতেই হবে । মুখে বলছেন, "আমার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে । আমি কেন মিথ্যা বলব ?" শুধু এই বৃদ্ধা নন, এলাকার বহু মানুষ জড়ো হয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে । দাবি, কাটমানির টাকা ফেরত দিন । জলপাইগুড়ির চূড়াভাণ্ডারের ঘটনা ।
সম্প্রতি দলীয় সভা থেকে কাটমানি নিয়ে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলের নেতাদের নির্দেশ দিয়েছেন কাটমানির টাকা ফেরত দেওয়ার । এরপরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে জনগণ ।
এই সংক্রান্ত খবর : তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার
কাটমানি ফেরতের দাবিতে আজ চূড়াভাণ্ডারে প্রতিবাদ দেখান গ্রামবাসীদের একাংশ । বাসিন্দাদের একাংশের অভিযোগ, চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য সুবোধ রায় সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেবেন বলে হাজার হাজার টাকা নিয়েছেন । কিন্তু, কেউই নাকি পরিষেবা পাননি ।
এই সংক্রান্ত খবর : তোলাবাজির শাস্তি কী ? কী বলছেন আইনজীবীরা...