পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোরু পাচার সন্দেহে গাড়ি আটকে বিক্ষোভ, রাস্তা অবরোধ - ধূপগুড়ি

পিক আপ ভ্যানে করে গোরু পাচার করা হচ্ছে সন্দেহে ভ্যানগুলি আটকে, চাকার হাওয়া খুলে নিলেন স্থানীয়রা ৷ চলল পথ অবরোধ, বিক্ষোভ ৷ পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ৷

বিক্ষোভ স্থানীয়দের

By

Published : Oct 11, 2019, 3:14 PM IST

Updated : Oct 11, 2019, 3:41 PM IST

ধুপগুড়ি, 11 অক্টোবর : গোরু পাচার করা হচ্ছে সন্দেহে তিনটি পিক আপ ভ্যান আটকে বিক্ষোভ ৷ পথ অবরোধ স্থানীয়দের ৷ ধুপগুড়ি ব্লকের শালবাড়ির এলাকার ঘটনা ৷ ঘটনাস্থানে পুলিশ ও RAF গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

আজ সকালে ধুপগুড়ি জুড়াপানি এলাকায় ওভারব্রিজের কাছে একটি গোরু বোঝাই পিক আপ ভ্যান ধুপগুড়ির দিক থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল ৷ ওই সময় পিক আপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ দুটি গোরুর মৃত্যু হয় ৷ আহত হয় দুটি গোরু ৷ সেইসময় দুর্ঘটনাস্থান দিয়ে যাচ্ছিল অন্য তিনটি পিক আপ ভ্যান ৷ দুর্ঘটনাগ্রস্ত পিক আপ ভ্যানটিকে দেখে ওই তিনটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে যায় ৷ আহত দুটি গোরুকে সেই পিক আপ ভ্যানগুলিতে তুলে নেওয়া হয় ৷ এরপর ওই তিনটি পিক আপ ভ্যান রওনা দেয় ধুপগুড়ির দিকে ৷ কিন্তু শালবাড়ি এলাকায় একটি পিক আপ ভ্যান থেকে আহত একটি গোরু রাস্তায় পড়ে যায় ৷ ওই পিক আপ ভ্যানগুলিতে গোরু পাচার করা হচ্ছে এই সন্দেহে ঘটনাটি দেখতে পেয়েই সেগুলিকে আটক করেন স্থানীয়রা ৷ পিক আপ ভ্যানের চালকদের জিজ্ঞাসাবাদ করায় তাদের কথায় অসংগতি ধরা পড়ে বলে অভিযোগ ৷

দেখুন ভিডিয়ো . . .

এরপরই স্থানীয়রা ওই পিক আপ ভ্যানগুলির চাকার হাওয়া ছেড়ে দেন ৷ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা ৷ RAF নামানো হয় ৷ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ৷ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷

Last Updated : Oct 11, 2019, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details