পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

liquor recovered from ambulance: অ্যাম্বুলান্সে করে ভুটান থেকে মদ পাচার, জলপাইগুড়িতে গ্রেফতার চালক

অ্যাম্বুলান্সে করে ভুটান থেকে মদ পাচারের অভিযোগ উঠল জলপাইগুড়িতে (Jalpaiguri news)৷ গ্রেফতার করা হয়েছে চালককে (liquor recovered from ambulance)৷

liquor recovered from ambulance at Jalpaiguri, driver arrested
অ্যাম্বুলান্সে করে ভুটান থেকে মদ পাচার, জলপাইগুড়িতে গ্রেফতার চালক

By

Published : May 9, 2022, 1:08 PM IST

আলিপুরদুয়ার, 9 মে: নীলবাতি জ্বালিয়ে হুটার বাজিয়ে যাচ্ছে অ্যাম্বুলান্স (liquor recovered from ambulance)। কিন্তু রোগী নয়, তাতে ভর্তি মদের বোতল । তা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের । অ্যাম্বুলান্সে করে মদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চালককে । ভুটানের মদ পাচারের অভিযোগে ওই অ্যাম্বুলান্সটিকে বাজেয়াপ্ত করেছে বীরপাড়া থানার পুলিশ (Jalpaiguri news)।

রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরাপাড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মদ উদ্ধার করে । বীরপাড়া থানার ওসি প্রেম থামির নেতৃত্বে পুলিশ অ্যাম্বুলান্সের তল্লাশি চালায় । উদ্ধার করা হয় 600 বোতল মদ । অ্যাম্বুলান্স চালককে গ্রেফতার করা হয়েছে । বীরপাড়া রেলগেট এলাকা থেকে অ্যাম্বুলান্সটিকে আটক করা হয়েছে । সেটি ভুটানের দিক থেকে বীরপাড়ার দিকে আসছিল বলে জানা গিয়েছে । এত পরিমাণ ভুটানের মদ কোথা থেকে আনা হল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জীতেন ডোমকে (liquor in ambulance)।

আরও পড়ুন:Mutton-chicken-wine in Holi bumper lottery: 10 টাকায় জোড়া খাসি-মুরগি-বিদেশি মদ, হোলি বাম্পার লটারি শিলিগুড়িতে

মদ উদ্ধার অ্যাম্বুলান্সে

বীরপাড়া থানার ওসি প্রেম থামি জানান, "গতকাল রাতে আমাদের কাছে খবর আসে অ্যাম্বুলান্সে করে মদ পাচার হচ্ছে । সেই খবর পেয়ে আমরা বীরপাড়া রেলগেটের কাছে অ্যাম্বুলান্সটিকে আটকাই । তল্লাশি চালিয়ে দেখা যায় তাতে প্রচুর পরিমাণে ভুটানের মদ রয়েছে । আমরা অ্যাম্বুলান্সের চালককে গ্রেফতার করেছি ।"

ধৃত অ্যাম্বুলান্স চালক বীরপাড়ার হাসপাতালপাড়ার বাসিন্দা । তার নাম জীতেন ডোম । এর আগেও জীতেন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ।

ABOUT THE AUTHOR

...view details