পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Leopard Caged on a Tea Garden: অবাক কান্ড! ভাল্লুকের খাঁচায় চিতাবাঘ - ভাল্লুকের খাঁচায় চিতাবাঘ

ভাল্লুক ধরার জন্য চা বাগানের রাখা হয়েছিল খাঁচা (Leopard Caged on a Tea Garden) ৷ সেই খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ ৷ মালবাজারের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা ৷

Leopard Caged on a Tea Garden
ETV Bharat

By

Published : Nov 26, 2022, 1:50 PM IST

Updated : Nov 26, 2022, 2:19 PM IST

জলপাইগুড়ি, 26 নভেম্বর: কয়েকদিন আগে চা বাগানে ভাল্লুকের দেখা মিলেছিল ৷ তাকে ধরার জন্য খাঁচা পেতে ছিল বন দফতর(Leopard Caged on a Tea Garden) ৷ বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়লো একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। শনিবার ভোরে মালবাজারের মেটেলি ব্লকের কিলকোট চা বাগান এলাকার ঘটনা ৷

ভাল্লুকের খাঁচায় চিতাবাঘ, দেখুন ভিডিয়ো

জানা গিয়েছে, কিলকোট চা বাগানের 12 ও 13 নম্বর সেকশন এলাকায় বেশ কিছুদিন ধরে ভাল্লুকের আতঙ্ক তৈরি হয়। বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পান ৷ বনকর্মীরা চা বাগানে এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনও সন্ধান পাওয়া যায়নি। খবর দেওয়া হয় বন দফতরে ৷ ভাল্লুকটিকে ধরতে বনদফতরের পক্ষ থেকে খাঁচা বসানো হয় । শনিবার ভোরে শ্রমিকরা হঠাৎই চিতা বাঘের গর্জন শুনতে পান ৷ কাছে গিয়ে দেখেন খাঁচায় একটি চিতা বাঘ ঢুকে পড়েছে ৷ খাঁচায় চিতা বাঘ ধরা পড়ার খবর প্রকাশ্যে আসতেই এলাকাবসীরা বাঘ দেখতে ভিড় করেন ৷

আরও পড়ুন: সাক্ষাৎ যম ! প্রাণ বাঁচাতে চিতাবাঘকে পিটিয়ে মারলেন যুবক

চা-বাগানের কর্মীরা গরুমারা বন্যপ্রাণী বিভাগের খুনিয়া স্কোয়াডে খবর দেন । বনকর্মীরা এসে চিতাবাঘটি গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যায়। ভাল্লুক ধরার জন্য বসানো খাঁচায় এদিন ওই চিতাবাঘটি ধরা পরে বলে জানা যায়। চিতাবাঘটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।

Last Updated : Nov 26, 2022, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details