জলপাইগুড়ি, 26 নভেম্বর: কয়েকদিন আগে চা বাগানে ভাল্লুকের দেখা মিলেছিল ৷ তাকে ধরার জন্য খাঁচা পেতে ছিল বন দফতর(Leopard Caged on a Tea Garden) ৷ বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়লো একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। শনিবার ভোরে মালবাজারের মেটেলি ব্লকের কিলকোট চা বাগান এলাকার ঘটনা ৷
জানা গিয়েছে, কিলকোট চা বাগানের 12 ও 13 নম্বর সেকশন এলাকায় বেশ কিছুদিন ধরে ভাল্লুকের আতঙ্ক তৈরি হয়। বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পান ৷ বনকর্মীরা চা বাগানে এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনও সন্ধান পাওয়া যায়নি। খবর দেওয়া হয় বন দফতরে ৷ ভাল্লুকটিকে ধরতে বনদফতরের পক্ষ থেকে খাঁচা বসানো হয় । শনিবার ভোরে শ্রমিকরা হঠাৎই চিতা বাঘের গর্জন শুনতে পান ৷ কাছে গিয়ে দেখেন খাঁচায় একটি চিতা বাঘ ঢুকে পড়েছে ৷ খাঁচায় চিতা বাঘ ধরা পড়ার খবর প্রকাশ্যে আসতেই এলাকাবসীরা বাঘ দেখতে ভিড় করেন ৷