পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Leopard Attack in Tea Garden : চা বাগানে জোড়া চিতাবাঘের হামলা, আহত এক মহিলা শ্রমিক - চা বাগানে আহত এক মহিলা শ্রমিক

চিতাবাঘের হানায় আহত মহিলার নাম সরস্বতী বিশ্বাস (lady got injured in leopard attack) ৷ বর্তমানে তিনি বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ।

Leopard Attack in jalpaiguri
চা বাগানে জোড়া চিতার হামলা

By

Published : May 24, 2022, 9:23 PM IST

Updated : May 24, 2022, 11:02 PM IST

জলপাইগুড়ি, 24 মে: চা বাগানে একসঙ্গে দু'টি চিতাবাঘের হানা (Leopard Attack in Tea Garden)। চিতা আক্রমণে গুরুতর আহত হলেন চা বাগানের এক মহিলা শ্রমিক । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের 10 নং সেকশনে । স্থানীয়দের দাবি, একসঙ্গে 2টি চিতাবাঘের হামলার এরকম ঘটনা আগে কখনও ঘটেনি ৷ ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানে ।

চিতাবাঘের এই হামলায় জখম মহিলার নাম সরস্বতী বিশ্বাস । তিনি বর্তমানে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে, এদিন বাগানে যখন চা পাতা তোলার কাজ চলছিল সেই সময় চা বাগানের ঝোপ থেকে আচমকাই দুটি চিতাবাঘ লাফিয়ে পড়ে সরস্বতীর উপর । চিতাবাঘের ধারাল নখের থাবায় মাথায় ও কপালে গুরুতর চোট পান তিনি । তাঁর চিৎকার শুনে বাগানের অন্যান্য চা শ্রমিকেরা ছুটে এলে চিতাবাঘ দুটি পালিয়ে যায় ।

চা বাগানে জোড়া চিতার হামলা

আরও পড়ুন :আসানসোল স্টেশন রোডে জবরদখলকারী হকারদের উচ্ছেদ করল রেল

মহিলাকে উদ্ধার করে প্রথমে চা বাগান হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় ৷ চা বাগান কর্তৃপক্ষের তরফে বাগানে খাঁচা পাতার জন্য বন দফতরকে অনুরোধ জানানো হয়েছে । এদিন হাসপাতালের বেডে শুয়ে সরস্বতী বিশ্বাস জানান, তিনি যখন চা পাতা তুলছিলেন সেই সময় দুটি চিতাবাঘ একসঙ্গে তার উপর লাফিয়ে পড়ে । তার মাথায় ও মুখে আঁচড়ে দেয় । তিনি চিৎকার করে পালাতে চেষ্টা করলে চিতাবাঘ দুটি পালিয়ে যায় । এই প্রসঙ্গে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় জানান,আহত মহিলার চিকিৎসার বিষয়টি দেখা হচ্ছে ৷

Last Updated : May 24, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details