জলপাইগুড়ি, 3 জুলাই: 2011 সালে পট পরিবর্তনের পর চলতি বিধানসভা নির্বাচনে শূন্যে পৌঁছেছে সিপিআইএম । রাজ্যে বামেদের প্রাসঙ্গিক বলে মনে করেন না অনেক রাজনৈতিক বিশেষজ্ঞও । তা সত্ত্বেও বামেদের কো-অর্ডিনেশন কমিটি এখনও শক্তিশালী রয়েছে (Leftist Organization are still relevant in Government offices) । এমনটাই দাবি খোদ শাসকদলের মন্ত্রী বুলুচিক বরাইকের ।
রাজ্য সরকারের 11 বছর হলেও সরকারি দফতরে এখনও বাম সংগঠন শক্তিশালী, আক্ষেপ করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের মন্ত্রী । যদিও আগামিদিনে তাঁদের সংগঠন শক্তিশালী হবে বলে আশাবাদী তিনি । বুলুচিক বরাইক বলেন, "এতদিন রাজ্য সরকারি কর্মচারীদের কো-অর্ডিনেশন কমিটি বেশ শক্তিশালী ছিল । কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এতদিন পর সরকারি কর্মচারীদের একটা অংশ আস্তে আস্তে আমাদের দিকে আসতে শুরু করেছে । আজকেই সেটা প্রমাণ হল রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল ।"
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পঞ্চায়েতি রাজ শাখা । ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মচারীদের সংগঠন । তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাজ শাখার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলা পরিষদ হলে । জলপাইগুড়ি জেলা পরিষদের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত প্রথম এই পঞ্চায়েতি রাজ শাখার সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ থেকে শুরু করে মন্ত্রী বুলুচিক বড়াইক । আসন্ন শহিদ দিবস পালন ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রামীণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর বার্তা সংগঠনের সদস্যদের দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কমচারী ফেডারেশনের জেলা নেতৃত্ব । এদিন মন্ত্রী বলেন, "আমাদের খুব ভালো লাগছে যে পঞ্চায়েত কর্মীরা আমাদের ছাতায় তলায় এল । যা আগামিদিনে রাজ্যকে পথ দেখাবে ।"
আরও পড়ুন:বঙ্গে সম্প্রীতি রক্ষায় একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বাম ও সহযোগী 16 দলের
একই সুর শোনা গেল তৃণমূলের জেলাস্তরের নেতাদের গলাতেও । পঞ্চায়েত বৈতরণি পার করতে মুখ্যমন্ত্রীর সাধের 68টি প্রকল্পকেই হাতিয়ার করতে চলেছেন তাঁরা । সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চিকবরাইক, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, ডিপিএসসির চেয়ারম্যান লৈখ্যমোহন রায় প্রমুখ ।