জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: বিজেপি ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জলপাইগুড়ির জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দ্বীপেন প্রামাণিক । তবে ধূপগুড়ি উপনির্বাচনের মুখে দলের এই ভাঙন নিয়ে চিন্তিত নয় বিজেপি ৷ এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, "অনেক বিধায়ক,সাংসদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন । তাতে বিজেপির কী যায় আসে !"
এদিন উপনির্বাচনের প্রচারে ধূপগুড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করেন বিজেপির রাজ্যে কো-কনভেনর তথা প্রাক্তন জেলা সভাপতি দ্বীপেন প্রামাণিক । দলবদলের পর এদিন ওই নেতা বলেন, "আমি গ্রাম পঞ্চায়েত, বিধানসভা, লোকসভাতে বিজেপির টিকিটে লড়াই করেছিলাম । তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা দেখে ও উন্নয়নের কাজ করার জন্য আমি এই দলে যোগ দিলাম ৷ আমি যে আর বিজেপি করব না তা আগেই বিজেপি নেতাদের জানিয়েছি ৷"
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বলেন, "কে কোথায় গেল তাতে কিছু যায় আসে না । অনেক বিধায়ক, সাংসদ আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাতে কী যায় আসে । দ্বীপেন কোথায় ছিল সেটাও আগে ভাবতে হবে । অনেক বর্ষীয়ান নেতা গিয়েছে, বিজেপি তাও 77 আসনে পৌঁছে গিয়েছে । উনি কটা পঞ্চায়েত, বিধানসভায় জিতিয়েছেন? ওনার অসুবিধা হচ্ছিল তাই গিয়েছেন । ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, কার হয়ে কাজ করত তা প্রমাণ হয়ে গেল ।"