পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Leader Joins TMC: অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগ জলপাইগুড়ির প্রাক্তন বিজেপি সভাপতির - jalpaiguri leader quits bjp joins tmc

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জলপাইগুড়ির প্রাক্তন বিজেপি সভাপতি দ্বীপেন প্রামাণিক । যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ৷

ETV Bharat
বিজেপি নেতার দলবদল

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 9:38 PM IST

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: বিজেপি ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জলপাইগুড়ির জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দ্বীপেন প্রামাণিক । তবে ধূপগুড়ি উপনির্বাচনের মুখে দলের এই ভাঙন নিয়ে চিন্তিত নয় বিজেপি ৷ এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, "অনেক বিধায়ক,সাংসদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন । তাতে বিজেপির কী যায় আসে !"

এদিন উপনির্বাচনের প্রচারে ধূপগুড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করেন বিজেপির রাজ্যে কো-কনভেনর তথা প্রাক্তন জেলা সভাপতি দ্বীপেন প্রামাণিক । দলবদলের পর এদিন ওই নেতা বলেন, "আমি গ্রাম পঞ্চায়েত, বিধানসভা, লোকসভাতে বিজেপির টিকিটে লড়াই করেছিলাম । তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা দেখে ও উন্নয়নের কাজ করার জন্য আমি এই দলে যোগ দিলাম ৷ আমি যে আর বিজেপি করব না তা আগেই বিজেপি নেতাদের জানিয়েছি ৷"

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বলেন, "কে কোথায় গেল তাতে কিছু যায় আসে না । অনেক বিধায়ক, সাংসদ আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাতে কী যায় আসে । দ্বীপেন কোথায় ছিল সেটাও আগে ভাবতে হবে । অনেক বর্ষীয়ান নেতা গিয়েছে, বিজেপি তাও 77 আসনে পৌঁছে গিয়েছে । উনি কটা পঞ্চায়েত, বিধানসভায় জিতিয়েছেন? ওনার অসুবিধা হচ্ছিল তাই গিয়েছেন । ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, কার হয়ে কাজ করত তা প্রমাণ হয়ে গেল ।"

দ্বীপেন প্রামাণিক ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের তরফে দায়িত্বে থাকার পাশাপাশি স্টেট এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন । 1989 সাল থেকে বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি । 1990 সালে প্রথম দলের তরফে এসসি মোর্চার জেলা সভাপতি হন তিনি ৷ 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত এবং 2012-2017 পর্যন্ত দু'দফায় মোট দশ বছর বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি ছিলেন তিনি ।

আরও পড়ুন:কাজ না করলে পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি অভিষেকের

জেলা রাজনীতির কারবারিদের সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিজেপির বর্তমান জেলা সভাপতি বাপি গোস্বামীর সঙ্গে দ্বন্দ্ব ছিল দ্বীপেন প্রামাণিকের । 2021 সালের বিধানসভা ভোটে দ্বীপেন ভোটে টিকিট না পাওয়ায় দ্বীপেন গোষ্ঠীর সমর্থকরা বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল । অভিযোগ ছিল, দ্বীপেন প্রামাণিক ইচ্ছাকৃতভাবে পার্টি অফিসে আক্রমণ করিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত করে বিধানসভায় দলের প্রার্থীকে হারিয়েছিলেন । এরপর থেকেই সেইভাবে আর এই নেতাকে বিজেপির দলীয় অনুষ্ঠানে দেখা যায়নি । বর্তমানে তাঁকে দলের কোনও অনুষ্ঠানে বা কর্মসূচীতে ডাকা হত না বলেও অভিযোগ । এরমাঝে তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ তাঁর সঙ্গে সখ্যতা তৈরি করেন । তাঁকে কোলকাতায় নিয়ে গিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলান দুলালবাবু । এদিন অভিষেকের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন দ্বীপেন ।

ABOUT THE AUTHOR

...view details