পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সার্কিট বেঞ্চ : শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে জলপাইগুড়িতে আইনমন্ত্রী

জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের অনুষ্ঠানের তোড়জোড় এখন তুঙ্গে। সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের চত্বরে তৈরি হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। আজ আইনমন্ত্রী মলয় ঘটক জলপাইগুড়ি সার্কিট হাউজে জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

circuit bench

By

Published : Mar 4, 2019, 8:38 PM IST

জলপাইগুড়ি, ৪ মার্চ : জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের অনুষ্ঠানের তোড়জোড় এখন তুঙ্গে। সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের চত্বরে তৈরি হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। আজ আইনমন্ত্রী মলয় ঘটক জলপাইগুড়ি সার্কিট হাউজে জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি ও প্রশাসনের অন্য আধিকারিকরা খতিয়ে দেখেন অনুষ্ঠানস্থান।

অনুষ্ঠানস্থানে হাইকোর্টের বিচারপতি, উত্তরবঙ্গের সাংসদ ও বিধায়কদের জন্য বসার জায়গা করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও আলাদা জায়গা থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আইনমন্ত্রী বলেন, " সার্কিট বেঞ্চের উদ্বোধন ৯ মার্চ হবে। আর ১১ মার্চ থেকে সার্কিট বেঞ্চের কাজ শুরু হবে। তার আগে আমরা সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে নিলাম। উদ্বোধনস্থানে বেশি লোকের বসার জায়গা হবে না। অনুষ্ঠান যাতে বেশি লোক দেখতে পায় সেজন্য শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রমুখ।

ABOUT THE AUTHOR

...view details