ধুপগুড়ি, 1 এপ্রিল : বাড়ি ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে ৷ ধূপগুড়ির বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের নিথর দেহ গতকাল পৌঁছায় তাঁর বাসভবনে ৷ পরে বাসভবন সংলগ্ন এক মাঠে শহিদের মঞ্চ তৈরি করে সেখানে তাঁর দেহ রাখা হয় ৷ জওয়ানের পরিবার পরিজনের চোখের জলের বাঁধ মানেনি ৷ পরিবার পরিজনরা জগন্নাথের মৃত্যুর খবর সোমবার রাতেই পেয়েছিলেন ৷ তাঁর নিথর দেহ বাড়ি আসতেই শোকে পাথর তাঁরা ৷ জগন্নাথ রায়কে শহিদ মঞ্চে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মীরা ৷
25 মার্চ শ্রীনগরের বারমুল্লা লাওয়াপুরোতে টহল দেওয়ার সময় সিআরপিএফ-র 73 নম্বর ব্যাটেলিয়ানের উপর হামলা হয় ৷ জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ ঘটনায় শহিদ হন 2 সেনা জওয়ান এবং জগন্নাথ রায় গুরুতর আহত হন ৷ আহত জগন্নাথ রায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পশ্চিম শালবাড়ির বাসিন্দা ৷ আহত অবস্থায় তাঁকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার রাতে তাঁর মৃত্যু হয় ৷