পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানির টাকা ফেরত চাওয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ - Jalpaiguri

ময়নাগুড়িতে কাটমানি ফেরত চাইলে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে ।

প্রতীকি ছবি

By

Published : Aug 20, 2019, 10:25 PM IST

জলপাইগুড়ি, 20 অগাস্ট : কাটমানির টাকা ফেরত চাইতে গেলে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল উপপ্রধান-সহ চারজনের বিরুদ্ধে । ময়নাগুড়ির ঘটনা । মহিলা বর্তমানে মাদার অ্যান্ড চাইল্ড হাবে চিকিৎসাধীন ।

অভিযোগ, সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক মহিলার কাছ থেকে 7 হাজার টাকা নিয়েছিলেন উপপ্রধান । কাটমানি নিয়েও ঘরের ব্যবস্থা করে দেননি উপপ্রধান । 14 অগাস্ট সেই টাকা ফেরত চাইতে গেলে মহিলাকে উপপ্রধান সহ চারজন গণধর্ষণ করে । পাশাপাশি তাঁর যৌনাঙ্গে বেগুন ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ।

মহিলা জানান, ঘটনার কথা এতদিন তিনি লজ্জায় বলতে পারেননি । গতকাল ওই মহিলা উপপ্রধান সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ।

জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্ডুপ শেরপা জানান, একটা গণধর্ষণের অভিযোগ এসেছে । ময়নাগুড়ি থানার পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details