জলপাইগুড়ি, 4 ডিসেম্বর : বেহাল দশা জলপাইগুড়ির একমাত্র কোভিড হাসপাতালের (Jalpaiguri Covid Hospital) ৷ অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতালের আশপাশে পরিষ্কার না করায় জঙ্গলে ভরে গিয়েছে ৷ হাসপাতালের জানালা বেয়ে উঠে এসেছে লতাপাতা ৷ আর সেগুলি পরিষ্কার করার কোনও উদ্যোগ প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে (Lack of Cleanliness at Jalpaiguri Covid Hospital) ৷ প্রসঙ্গ, করোনার শুরু দিকে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অস্থায়ী কোভিড হাসপাতাল (Covid Hospital at Jalpaiguri SAI Center) তৈরি করার জন্য রাজ্য সরকার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ, সাই’র থেকে স্টেডিয়ামটি নেয় ৷ তার পর থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে জেলার একমাত্র কোভিড হাসপাতাল চলছে ৷
কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর থেকে সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা খুবই কম ৷ সেই কারণে গত প্রায় 46 জন অস্থায়ী কর্মীকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কিন্তু, তার পর থেকেই সমস্যা বাড়তে শুরু করেছে ৷ কর্মী না থাকায় অস্থায়ী কোভিড হাসপাতালে পরিষ্কার ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ বিশেষ করে স্টেডিয়ামের আশেপাশে জঙ্গলে ভরে গিয়েছে বলে অভিযোগ ৷ আর সেই জঙ্গল সাফাইয়ের জন্য না আছে সেখানে কোনও লোক ৷ আর প্রশাসনও সেই জঙ্গল পরিষ্কার করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷
আরও পড়ুন : জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা উন্নয়নে প্রস্তাব তিন সামাজিক সংগঠনের