ধূপগুড়ি, 1 মে :আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনই হিমঘরের কর্মীকে ব্যাপক মারধর ! ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ৷ অভিযোগ, 10 লাখ টাকা চুরির সন্দেহে হিমঘরের এক কর্মীকে বেধড়ক মারধর করে মালিকপক্ষ (labourer beaten brutally on suspicion of stealing money in dhupguri)। প্রহৃত শ্রমিক অমিত কুমার ঠাকুর জলপাইগুড়ির (Jalpaiguri News) বানারহাট ব্লকের গয়েরকাটার সমাজপাড়ার বাসিন্দা ৷ বর্তমানে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন । ঘটনায় জলপাইগুড়ি জেলা পুলিশের দ্বারস্থ হয়েছে আহত যুবকের পরিবার ।
অমিতের ভাই অবিনাশ কুমার ঠাকুরের কথায়, "ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিমন্দির হিমঘরে কাজ করত দাদা অমিত ৷ মালিক বজরং আগরওয়াল ধূপগুড়ি থেকে দাদাকে শিলিগুড়ি নিয়ে যান । সেখানে পৌঁছে তাঁর নামে দশ লাখ টাকা চুরির অভিযোগ এনে শিলিগুড়ির খালপাড়া ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে বেধড়ক মারধর করানো হয় । এরপর শনিবার রাতেই দাদাকে আবার ধূপগুড়ি নিয়ে আসা হয় । দাদা নিজেকে নির্দোষ বলার পরেও এই ঘটনা ঘটল ৷"