পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC, CAA-র বিরোধীতায় উত্তরবঙ্গে পথ অবরোধের ডাক KPP-র - 4 জানুয়ারী পথ অবরোধ উত্তরবঙ্গে

"আমরা উত্তরবঙ্গের মূল নিবাসী । উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশীর আদিনিবাসীদের যদি কেন্দ্রীয় সরকার সুরক্ষা না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোনলে নামব । উত্তরবঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু হলে আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশাঙ্কা রয়েছে ।" বললেন অতুল রায় ৷

KPP calls road block in North Bengal
অতুল রায়

By

Published : Dec 16, 2019, 6:07 PM IST

জলপাইগুড়ি, 16 ডিসেম্বর : আগামী 4 জানুয়ারি উত্তরবঙ্গে পথ অবরোধের ডাক কামতাপুর পোগ্রেসিভ পার্টির (KPP) । NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র বিরোধীতায় এবার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে KPP । রবিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির টেকাটুলিতে একটি সভায় একথা ঘোষণা করেছেন KPP সভাপতি অতুল রায় ।

তিনি বলেন, "আজ থেকে 30 ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে এই আইনের বিরোধীতায় প্রচার চালাব । 'নাগরিকত্ব (সংশোধনী) আইন কি নিজে জানুন অন্যকে জানান' এই স্লোগানকে সামনে রেখেই আমরা সচেতেনতা বৃদ্ধি করব । আগামী 20 ডিসেম্বর জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বারক লিপি পেশ করা হবে ।" তিনি আরও বলেন, "এই আইন লাগু হলে আমাদের ক্ষতি হবে বলে আমরা মনে করছি । আমাদের কোন রকম নিরাপত্তা নেই । উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র তাঁদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে ও ভাবছে তা জানার জন্য বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে দ্বারস্থ হচ্ছি ।" তিনি আরও বলেন, "আমরা উত্তরবঙ্গের মূল নিবাসী । উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশী, আদিনিবাসীদের যদি কেন্দ্রীয় সরকার সুরক্ষা না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোনলে নামব । উত্তরবঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু হলে আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাবার আশাঙ্কা রয়েছে ।"

প্রয়োজনে উত্তরবঙ্গের সমস্ত সাংসদদের ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়েছেন অতুল রায় । তিনি বলেন, আমরা কখনই ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাসী নই । তাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব।

ABOUT THE AUTHOR

...view details