জলপাইগুড়ি, 16 এপ্রিল: লকডাউনের জেরে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা একাধিক সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে সেই বাগানের শ্রমিকরাই জলপাইগুড়ি শহরের থানা ও একাধিক প্রশাসনিক দপ্তর স্যানিটাইজ় করার কাজে হাত লাগালেন। আজ চা বাগানের স্প্রে মেশিন দিয়েই স্যানিটাইজ় করা হল জলপাইগুড়ি থানা। এদিকে, চা বাগান খুললেও সমস্ত শ্রমিক এখনও কাজে যোগ দিতে পারেননি। আপাতত 25 শতাংশ শ্রমিক দিয়ে কাজ চলছে অধিকাংশ চা বাগানগুলিতে। এই অবস্থায় শহরের একাধিক অফিস স্যানিটাইজ় করার কাজে এগিয়ে এলেন ওই শ্রমিকরা।
জলপাইগুড়ি থানা সহ একাধিক দপ্তর স্যানিটাইজ় করলেন চা শ্রমিকরা - চা বাগান শ্রমিকরা স্যানিটাইজ করলেন থানা
বাগানের স্প্রে মেশিনের সাহায্যে আজ জলপাইগুড়ি শহরে থানা ও একাধিক প্রশাসনিক দপ্তর স্যানিটাইজ় করলেন চা শ্রমিকরা।
![জলপাইগুড়ি থানা সহ একাধিক দপ্তর স্যানিটাইজ় করলেন চা শ্রমিকরা police station sanitized tea garden workers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6822070-332-6822070-1587059683875.jpg)
বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের ভাণ্ডিগুড়ি চা বাগানের শ্রমিকরা স্প্রে মেশিন ব্যবহার করে জলপাইগুড়ি থানা স্যানিটাইজ় করেন। পাশাপাশি ডেপুটি লেবার কমিশনারের দপ্তরকেও স্যানিটাইজ় করা হয়। জীবাণুমুক্ত করা হয় একটি ব্যাঙ্কের শাখাও। এক্ষেত্রে কর্মহীন শ্রমিকদের কাজে ফিরিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় স্থানীয় চা মালিক সংগঠন।
ভাণ্ডিগুড়ি চা বাগানের কর্মী সুশান্ত মুখোপাধ্যায় বলেন, "আমরা আজ শহরের কয়েকটি সরকারি দপ্তর স্যানিটাইজ় করলাম। চা মালিক সংগঠনের নির্দেশে শ্রমিকদের নিয়ে এসে থানা, ডেপুটি লেবার কমিশনারের দপ্তর ও ব্যাঙ্ক স্যানিটাইজ় করা হয় আজ।"