পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Smuggler Arrest In Jalpaiguri : জলপাইগুড়িতে গ্রেফতার মাদক মাফিয়া রানি - kotoyali police arrest a lady smuggler

পুলিশি তৎপরতায় জলপাইগুড়িতে গ্রেফতার মাদক মাফিয়ারানি লাল্টি পাশোয়ান ৷ স্থানীয় পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দুই নম্বর ঘুমটি এলাকা থেকে আজ গ্রেফতার করা হয় লাল্টিকে ৷ দীর্ঘদিন ধরে বেআইনি মাদক ব্যবসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে (Smuggler Arrest In Jalpaiguri) ৷

Jalpaiguri Police Arrest  A Smuggler
জলপাইগুড়িতে গ্রেফতার মাদক মাফিয়ারানি

By

Published : Mar 24, 2022, 7:24 PM IST

Updated : Mar 24, 2022, 10:35 PM IST

জলপাইগুড়ি, 24 মার্চ : পুলিশি অভিযানে গ্রেফতার মাফিয়া লাল্টি পাশোয়ান ৷ আজ জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ঘুমটি এলাকা থেকে লাল্টি পাশোয়ানকে গ্রেফতার করেছে কোতয়ালি থানার পুলিশ ৷ এদিন লাল্টিকে গ্রেফাতর করেতে গিয়ে বাধার সন্মুখীন হতে হয় পুলিশকে ৷ শহরে অবৈধ মাদক ব্যবসা রমরমিয়ে চলছে এই অভিযোগ পুরসভার ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের পক্ষ থেকে পুলিশ সুপারকে জানানো হয়েছিল । তারপর চলে পুলিশি অভিযান ৷

আরও পড়ুন:drugs recovery At NJP Station: এনজিপি স্টেশন থেকে থেকে 10 কোটির মাদক উদ্ধার, গ্রেফতার 3

পুলিশের সূত্রে খবর, দীর্ঘদিন ধরে 2 নম্বর ঘুমটি এলাকায় মাদক ব্যবসা করছিলেন লাল্টি । অভিযোগ, লাল্টির নেতৃত্বেই ওই ঘুমটি মাদকের আঁতুরঘরে পরিণত হয়েছিল। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় বেআইনি মাদক ব্যবসার অভিযোগ ছিল । সম্প্রতি জলপাইগুড়ি শহরজুড়েই পুলিশ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে । চলতি মাসেই 2 নম্বর ঘুমটি এলাকায় মাদক ও অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়েছিল । লাল্টির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ারও অভিযোগ ছিল ৷

এ প্রসঙ্গেই কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, ‘‘পুরনো একটি এনডিপিএস মামলায় ওয়ারেন্ট ছিল লাল্টি পাশোয়ানের নামে । আজ লাল্টিকে গ্রেফতার করতে গেলে আমাদের বাধা দেওয়া হয় । আমাদের মহিলা পুলিশ কর্মীরা লাল্টিকে তুলে নিয়ে আসতে সমর্থ হয় ।’’ মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল লাল্টি বলে জানান আইসি। যদিও লাল্টি পাশোয়ান তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তাঁকে ফাঁসানো হয়েছে ৷

লাল্টির আরও একটি পরিচয় রয়েছে ৷ জলপাইগুড়ি তৃণমূল কিষান ক্ষেত মজদুর সংগঠনের টাউন ব্লক সভাপতি ধরম পাশোয়ানের বোন সে । যদিও বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে কোনওরকম যোগাযোগ নেই বলেই জানালেন ধরম পাশোয়ান ৷ এই গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, "আইন আইনের মত চলবে । বোনের সঙ্গে 20 বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন । কী কারণে ধরা পরেছে সেটাও জানি না । তাই এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই ।"

Last Updated : Mar 24, 2022, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details