পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের উদ্বোধনের আগে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল

সার্কিট বেঞ্চ পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, "৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। ১১ মার্চ থেকে তার কার্যকারিতা শুরু হবে। হাইকোর্টের দুই বিচারপতি সহ রেজিস্ট্রার জেনেরাল আসেন শেষ মুহূর্তের পরিদর্শনে। সামান্য কিছু পরিবর্তন করতে হবে। তাছাড়া তেমন কিছু পাল্টানোর ব্যাপার নেই। সব মিলিয়ে আমরা আশাবাদী। বিচারকরা আগামীকাল ফের পরিদর্শন করবেন।" এছাড়াও গতকাল উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা বিচারক শব্বর রশিদি, বিচারক শুভাশিস দাসগুপ্ত, বিচারক অরিন্দম মুখার্জি। ছিলেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া ও পুলিশ সুপার অমিতাভ মাইতি।

Breaking News

By

Published : Feb 19, 2019, 1:36 AM IST

জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে ফের উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। ৯ মার্চ রাজ্যের তরফে সার্কিট বেঞ্চটির উদ্বোধন হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। উদ্বোধনের আগে গতকাল সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শনে আসে কলকাতা হাইকোর্টের একটি প্রতিনিধি দল। আসেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি, রেজিস্ট্রার বিভাস রঞ্জন দে (জুডিশিয়াল সার্ভিস) ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল আনন্দ কুমার মুখার্জি সহ অন্য প্রতিনিধিরা।

সার্কিট বেঞ্চ পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, "৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। ১১ মার্চ থেকে তার কার্যকারিতা শুরু হবে। হাইকোর্টের দুই বিচারপতি সহ রেজিস্ট্রার জেনেরাল আসেন শেষ মুহূর্তের পরিদর্শনে। সামান্য কিছু পরিবর্তন করতে হবে। তাছাড়া তেমন কিছু পাল্টানোর ব্যাপার নেই। সব মিলিয়ে আমরা আশাবাদী। বিচারকরা আগামীকাল ফের পরিদর্শন করবেন।" এছাড়াও গতকাল উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা বিচারক শব্বর রশিদি, বিচারক শুভাশিস দাসগুপ্ত, বিচারক অরিন্দম মুখার্জি। ছিলেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া ও পুলিশ সুপার অমিতাভ মাইতি।

৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ফের রাজ্যের তরফে সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হবে বলে ঘোষণা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details