জলপাইগুড়ি, 7 ডিসেম্বর : কেএলও সুপ্রিমো জীবন সিং সমাজের মূলস্রোতে ফিরে এলে স্বাগত, জানালেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা (KLO militant Jibon Singh to return normal life) । জীবন সিং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খবর প্রচারিত হচ্ছে ৷ সরকার আলোচনায় বসে জীবন সিংয়ের দাবি মেনে নিক (Government to fulfill KLO militant Jibon Singh demands) । "সমাজের মূলস্রোতে ফিরে আসুন বিপ্লবী জীবন সিং", বললেন প্রাক্তন কেএলও জঙ্গি জ্যোৎস্না রায় ।
উত্তরবঙ্গে কামতাপুরী ভাষা ও রাজ্যের দাবিতে এক সময় জীবন সিংয়ের নেতৃত্বে হাতিয়ার তুলে নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছিল কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন (Kamtapur Liberation Organisation, KLO) । 2003-এ ভুটান ও ভারতীয় সেনা জওয়ানদের অপারেশন ফ্ল্যাশ আউটে (Operation Flush Out) ভুটানে কেএলও জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছিল । সেই থেকে পলাতক জীবন সিং ।
সোমবার প্রাক্তন কেএলও লিঙ্কম্যান জোৎস্না রায় বলেন, "সরকার যদি জীবন সিংয়ের দাবি পূরণ করে, তিনি যদি সমাজের মূলস্রোতে ফিরে আসেন, তাহলে আমাদের কোনও আপত্তি নেই । একজন বিপ্লবী যদি সমাজের স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে কেন আপত্তি থাকবে ? তিনি ফিরে এলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা ।" তিনি জানান, 442 জন কেএলও লিঙ্কম্যান কামতাপুরী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন । তাঁরা কেএলও ছেড়ে সমাজে ফিরে এসেছেন ৷ এখনও চাকরি দেওয়া হয়নি । জ্যোৎস্না রায় বলেন, "আমরা কর্মসংস্থান চাই । আমাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা-সহ একাধিক মামলা রয়েছে ৷ তাতে আমরা জর্জরিত । এছাড়া কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছি ।" তিনি জানান, এর আগেও তাঁরা জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ।