জলপাইগুড়ি, 18 ডিসেম্বর: নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন ও কেএলও সুপ্রিমো জীবন সিংয়ের নামে জয়ধ্বনি উঠল জলপাইগুড়িতে ৷ এই জয়ধ্বনি দিলেন কেএলও লিংকম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটি । কেএলও সুপ্রিমো জীবন সিংয়ের সঙ্গে কেন্দ্র সরকারের শান্তি চুক্তি অবিলম্বে করা ৷ পাশাপাশি তাকে সমাজের মূলস্রোতে ফেরানোর দাবি জানানো হয় কমিটির তরফে । সোমবার জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে এই দাবিগুলি নিয়ে মিছিল করে জয়ধ্বনি দিতে দিতে জেলাশাসকের দফতরে যান তাঁরা । পুলিশের সামনেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নামে জয়ধ্বনি দেওয়া হয় বলে অভিযোগ । যাওয়ার পথে পুলিশ সুপারের দফতরের সামনে মিছিলটিকে আটকে দেয় পুলিশ ।
এ দিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় কেএলও লিংকম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটি ৷ তাতে লেখা ছিল, নোট ইউটি, নো ভোট, ৷ পাশাপাশি কেএলও চিফ জীবন সিং জিন্দাবাদ, জীবন সিং স্বাগতম । উত্তরবঙ্গ ও অসম নিয়ে আলাদা কামতাপুর রাজ্য গঠন করতে হবে এই দাবি তুলল এ দিন কেএলও লিংকম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটি । এ দিন সংগঠনের জেলা সভানেত্রী জোৎস্না রায় বলেন, "কেএলও সুপ্রিমো জীবন সিং কেন্দ্র সরকারের কাছে রয়েছে ৷ অবিলম্বে সরকারের সঙ্গে শান্তি আলোচনার মাধ্যমে তিনি সমাজের মূলস্রোতে ফিরুক, এটাই আমরা চাইছি । আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে, আলাদা কামতাপুর রাজ্য গঠন, জীবন সিংয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তির বাস্তবায়ন, কামতাপুরি ভাষা সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃতি প্রদান ।"