পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KLO threat to Mamata: কামতাপুরে পা রাখবেন না, উত্তরবঙ্গ সফরের আগে মমতাকে হুঁশিয়ারি কেএলও'র - কামতাপুর

কোচ কামতাপুরে পা রাখলে রক্তের বন্যা বইবে (KLO threat to Mamata)৷ উত্তরবঙ্গ সফরের আগে ভিডিয়ো বার্তা দিয়ে এ ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee North Bengal visit) হুঁশিয়ারি দিলেন কেএলও প্রধান জীবন সিং (KLO demands separate state)৷

KLO demands separate state again sends video message before Mamata Banerjee North Bengal visit
উত্তরবঙ্গ সফরের আগে মমতাকে ভিডিয়ো বার্তায় হুঁশিয়ারি কেএলও প্রধানের

By

Published : Jun 6, 2022, 11:16 AM IST

জলপাইগুড়ি, 6 জুন: মমতা বন্দ্যোপাধ্যায়, খবরদার কোচ কামতাপুরের উপরে পা রাখবেন না, রক্তের বন্যা বয়ে যাবে (KLO threat to Mamata)। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের (Mamata Banerjee North Bengal visit) আগে ভিডিয়ো বার্তায় তাঁকে এই হুঁশিয়ারি দিলেন কেএলও প্রধান জীবন সিং (KLO chief Jeevan Singh)। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় (KLO demands separate state)৷

জীবন সিং ভিডিয়োতে বলেছেন, কোচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে । সাংসদ জন বারলা, নিশীথ প্রামাণিক, ডা. জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে কোচ কামতাপুর রাজ্যের দাবি জানানো হয়েছে । বহিরাগত পশ্চিমবঙ্গ সরকারের কোনও অধিকার নেই । কোচ কামতাপুরের জনগণ বৃহত্তর কোচ কামতাপুর রাজ্য বা কোচবিহার রাজ্য গঠন করবে । কোচ কামতাপুরের জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে । এই কারণে মমতা ব্যানার্জিকে বলি, খবরদার কোচ কামতাপুরের উপরে পা ফেলবেন না ৷

আরও পড়ুন:KLO threatens Central Govt : ভিডিয়ো বার্তায় কেন্দ্রীয় সরকারকে হুমকি কেএলও জঙ্গির

জীবন সিং বলেছেন, কামতাপুর রাজ্য গঠনের ক্ষেত্রে কেউ হস্তক্ষেপ বা বিরোধিতাও করতে পারবেন না । এই মাটি তাঁদের মাটি । জীবন সিং-এর হুঁশিয়ারি, "মমতা বানার্জি বহিরাগত হয়ে কোচ কামতাপুরের উপর যদি কিছু করেন তাহলে আমরা লক্ষ লক্ষ মানুষ কামতাপুরের জন্য জীবন উৎসর্গ করে দেব । রক্তের বন্যা বয়ে যাবে ৷ আমাদের শোষণ করেছে এতদিন ধরে । কামতাপুরীদের রাষ্ট্রদ্রোহীর তকমা দেওয়া হয়েছে ।"

কেএলও প্রধানের কথায়, "মমতা বলছেন উন্নয়ন করছেন । তোমার উন্নয়নের দরকার নেই । কামতাপুরের উন্নয়ন কামতাপুরের মানুষই করবে । পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বহিরাগত । মালদা থেকে সব জনগণকে আহ্বান করি, সবাই মিলে একসঙ্গে আন্দোলন করি । আমরা যে কোনও মূল্যে বহিরাগত এই রাজ্য সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াব ।"

ABOUT THE AUTHOR

...view details