পশ্চিমবঙ্গ

west bengal

Kamtapur Prograssive Party : পৃথক রাজ্যের দাবি নিয়ে পথে নামল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি

By

Published : May 31, 2022, 8:30 PM IST

মঙ্গলবার জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের দফতরে বিক্ষোভ দেখান কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সমর্থকরা (kamtapur prograssive party demands for separate kamtapur state) ।

demands for separate kamtapur state
পৃথক রাজ্যের দাবি নিয়ে পথে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি

জলপাইগুড়ি, 31 মে : উত্তরবঙ্গকে নিয়ে আলাদা কামতাপুর রাজ্য চাই, এই দাবিতে আন্দোলনে নামল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (Kamtapur Prograssive Party) । কামতাপুর রাজ্যের দাবিতে গড়ে ওঠা এই দলের অন্যতম মুখ ছিলেন প্রয়াত অতুল রায় ৷ তাঁর মৃত্যুতে এই আন্দোলনের হাল ধরলেন তাঁর ছেলে অমিত রায় । মঙ্গলবার জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের দফতরে বিক্ষোভ দেখান কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সমর্থকরা (kamtapur prograssive party demands for separate kamtapur state) । এদিন রাজবাড়ি পাড়া থেকে এই দলের সমর্থকরা বিরাট মিছিল করে গোটা শহর পরিক্রমা করেন । মনে করা হচ্ছে, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল রায়ের আকস্মিক মৃত্যুর পর এই মিছিলের মাধ্যমেই নিজেকে দলের নেতা হিসেবে তুলে ধরলেন অমিত রায় ৷

আরও পড়ুন : জঙ্গলের ভিতরে অবৈধ নির্মাণ, সঙ্গে জাল মার্কশিট তৈরি; পুলিশের জালে 2 যুবক

এদিন নিজেদের দাবি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অমিত রায় বলেন, "আমরা উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য চাই । আর আলাদা রাজ্য কামতাপুরই চাই । অন্যদিকে, কামতাপুর ভাষাকে অষ্টম তফশিলে যুক্ত করার দাবি আমরা করছি । বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আলাদা রাজ্যের দাবি সাম্প্রতিককালে করা হলেও কামতাপুর রাজ্যের দাবি দির্ঘদিনের । 26 বছর ধরে আলাদা রাজ্যের দাবিতে আমাদের আন্দোলন চলছে । রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব । আজ বিভাগীয় কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আমরা স্মারক লিপি প্রদান করলাম ৷

ABOUT THE AUTHOR

...view details