জলপাইগুড়ি, 30 অগস্ট : দীর্ঘদিন ধরে চলা আন্দোলন অবশেষে সাফল্যের মুখ দেখতে চলেছে ৷ রাজবংশী সম্প্রদায়ের মানুষের দাবি মিটতে চলেছে ৷ সব ঠিকঠাক থাকলে জলপাইগুড়ি জেলাতেই প্রথম কামতাপুরি ভাষার স্কুলের উদ্বোধন হবে বলে জানালেন কামতাপুরি ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমান ।
Kamtapuri School : রাজবংশী সম্প্রদায়ের আশাপূরণ, জলপাইগুড়িতে শুরু হচ্ছে কামতাপুরী ভাষার স্কুল - Kamatapuri
কামতাপুরী ভাষার স্কুল চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে নেমেছিলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষরা ৷ এবার সেই আন্দোলন সফল হওয়ার পথে ৷ জলপাইগুড়ি জেলায় চালু হচ্ছে কামতাপুরী ভাষার স্কুল ৷
ইতিমধ্যেই জলপাইগুড়ির জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কয়েক দফা দাবিও পেশ করেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটি । এই বিষয়ে ময়নাগুড়ি কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির নেতা বিমল বর্মন জানান, আমরা চাই ভালভাবেই 100টি কামতাপুরি ভাষার স্কুল চালুর পাশাপাশি পার্শ্বশিক্ষক নিয়োগ হোক ।
এই বিষয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ জানান, অবিলম্বে উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে কামতাপুরি ভাষায় পঠন পাঠন চালু করার দাবি জানিয়েছি আমরা ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন 100টা স্কুল হবে ৷ কিন্তু তার পরিবর্তে মাত্র দু‘টি স্কুল চালু হচ্ছে । আমরা চাই 100টা স্কুলই চালু হোক । আমাদের মধ্য়ে যেহেতু কামতাপুরী ভাষায় বেশিরভাগ মানুষ কথা বলেন, তাই আমরা চাই আমাদের সম্প্রদায়ের মধ্য থেকেই শিক্ষক নিয়োগ করা হোক ৷ কামতাপুরী ভাষার মানুষ যে এলাকায় বেশি আছে, সেখানে বেশি করে স্কুল খোলার দাবি করছি আমরা ।
কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমানের কথায়, "জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ির পানবাড়ির সাতভেন্ডি স্কুল ও রাজারহাটে পেচাভিটা মৌজার গুরুচরণ বিদ্যাপীঠে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন শুরু হবে । সরকারি বিল্ডিং করতে একটু সময় লাগার জন্য আপাতত স্থানীয় এই দুই প্রাথমিক স্কুলের দু‘টো ঘরে উদ্বোধনী অনুষ্ঠান হবে । ওই স্কুলের শিক্ষকরাই এখন পড়াবেন ৷ নতুন নিয়োগ এখনই হচ্ছে না ৷’’
আরও পড়ুন :Jalpaiguri : তিস্তার উপর নতুন সেতু, চালু ডবল লাইন ; গতি বাড়ল যোগাযোগের