জলপাইগুড়ি, 16 অক্টোবর: ধূপগুড়ি শহরের বৈরাতিগুড়ি 2 নম্বর সিএস প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবছর কালীপুজো হয় ৷ এমনকী সেই সময় স্কুল বন্ধ থাকে বলে সমস্যাও হয় না ৷ কিন্তু, এবার পরিস্থিতি পুরোপরি আলাদা ৷ কালীপুজোর আগেই এ বছর সব স্কুল খুলে গিয়েছে ৷ আর তার মধ্যেই স্কুলের সামনে পড়ে রয়েছে মণ্ডপ তৈরির বাঁশ ও কাঠ ৷ এই পরিস্থিতিতে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে ৷ তাই গত শুক্রবার পড়ুয়াদের স্কুল থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছেন অভিভাবকরা (Bairatiguri Primary School Students Return Home) ৷ ঘটনার জেরে বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ ও পুজো উদ্যোক্তারা ৷
বৈরাতিগুড়ি 2 নম্বর সিএস প্রাথমিক বিদ্যালয়ে 448 জন পড়ুয়া রয়েছে ৷ কালীপুজো কমিটি এ নিয়ে দাবি করেছে, ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তাঁরা সবদিক মাথায় রেখেই পুজোর আয়োজন করছে ৷ তবে, অভিভাবকরা অভিযোগ করেছেন, স্কুল খোলার পর তাঁরা দেখেন, স্কুল চত্বরে কাঠ, বাঁশ-সহ মণ্ডপ তৈরির নানান সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ বাঁশ পোতার জন্য গর্তও করা হয়েছে ৷ যেখানে ছোট ছোট পড়ুয়াদের দুর্ঘটনা ঘটতে পারে (Students Return Home Due to Security Reason) ৷ যা দেখে তাঁরা রীতিমত ক্ষুব্ধ হয়ে যান ৷ এর পরেই ছেলেমেয়েদের স্কুল না ঢুকিয়ে, ফিরিয়ে নিয়ে যান অভিভাবকরা ৷
এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, ‘‘স্কুল খোলার পর ভিতর বাঁশ, কাঠ দেখে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন ৷ তাঁদের আশঙ্কা, এ ভাবে বাঁশ ও অন্যান্য জিনিসপত্র স্কুলের মধ্যে ছড়িয়ে থাকলে সমস্যা হতে পারে ৷ যে কোনও সময় বাচ্চারা আহত হতে পারে ৷ আর তার পরেই নিরাপত্তার কথা ভেবে পড়ুয়াদের অভিভাবকরা ফিরিয়ে নিয়ে গিয়েছেন ৷ তার আগে বিক্ষোভও দেখিয়েছে ৷’’