জলপাইগুড়ি, 5 ডিসেম্বর: পানীয় জলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা । আর গ্রামবাসীদের সার্কিট বেঞ্চে ডেকে এজলাস থেকে নেমে এসে মঙ্গলবার গ্রামবাসীদের সেই সমস্যার কথা শুনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তারপরই জন স্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকদের তুলোধনা করলেন তিনি ।
জানা গিয়েছে, দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শেপ দল্লা জোত গ্রামের আদিবাসীরা দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছেন না । প্রশাসনে আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি । এলাকায় বিশুদ্ধ পানীয় জল নেই । গ্রামে রাস্তার ধারে কয়েকটি পানীয় জলের ট্যাপ লাগানো হয় 2014-15 সালে । কিন্তু তাতেও কোনও লাভ হয়নি ।এলাকার বাসিন্দারা স্থানীয় মাঞ্ঝা নদীর জল খেয়ে বেঁচে আছেন । রাস্তার পাশে 14-15টি বাড়িতে কানেকশন দেওয়া হয় ঠিকই কিন্তু তাতে সবাই জল পাচ্ছেন না ।
এর আগে জেলা প্রশাসনের কাছে প্রথম চিঠি দেওয়া হয় 2020 সালের জানুয়ারী মাসে । জেলাশাসক, কমিশনার সবাইকে চিঠি দেওয়া হলেও কোনও লাভ হয়নি বলে জানান এলাকার সমাজসেবী তথা সিপিআইএমএল CPI(ML) লিবারেশনের রাজ্য কমিটির সম্পাদক দীপু হালদার । তিনি বলেন,"এখানে এমন অবস্থা যে স্থানীয় নদীর নোংরা জলই ভরসা । আগের মতো নদী পরিষ্কার নেই । ফলে নোংরা জল আর খাওয়া যাচ্ছে না । স্বাধীনতার 75 বছর পরেও পানীয় জলের জন্য হাইকোর্টের আসতে হবে এটা ভাবতেই পারি না । আমরা 2 মাস আগে জলের সমস্যার জন্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছি । আমরা হাইকোর্টে কেস করব ভেবে সবাই চাঁদা তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম । কিন্তু আইনজীবী সন্দীপ মণ্ডল আমাদের কেসটি বিনে পয়সায় লড়বেন বলে জানান । আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রামবাসীদের কাছ থেকে সব শুনে জন পিএইচইকে নির্দেশ দেন যাতে আগামী 15 জানুয়ারির মধ্যে সবাই জল পেয়ে যান ৷ সেই মতো গ্রামবাসীদের জল পেয়ে যাওযার আশ্বাস দিয়েছেন জন স্বাস্থ্য কারিগরি আধিকারিকরা । বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই এলাকা ঘুরে দেখতে চেয়েছেন ।"
এদিকে গতকাল থেকে মামলা তুলে নেবার জন্য তাঁদের চাপ দেওয়া হচ্ছে বলে জানান গ্রামবাসী লালমোহন মুন্ডা । তিনি বলেন,"গতকাল রাত থেকেই আমাদের জানানো হয় গাড়ি পাঠিয়ে দেওয়া হবে । সার্কিট বেঞ্চে গিয়ে মামলা তুলে নিতে হবে । যাবার পর হাজিরা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল । গ্রামের মানুষ জল পাচ্ছে কিনা, অফিসে বসে বুঝবেন কী করে ? জনস্বাস্থ্য কারিগরি দফতরের নির্বাহী বাস্তুকারকে কোর্টে ডেকে পাঠিয়ে প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।"