পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্রামবাসীদের মুখে পানীয় জলের সমস্যা শুনে জনস্বাস্থ্য কারিগরি আধিকারিকদের তুলোধনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - Drinking Water Problem in Jalpaiguri

Drinking Water Problem : দীর্ঘদিন ধরে মিলছে না পানীয় জল ৷ প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি ৷ 2 মাস আগে তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন গ্রামবাসীরা ৷ আজ তাঁদের কাছ থেকেই সব কথা শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তারপর জনস্বাস্থ্য কারিগরি দফতরকে নির্দেশ দেন 15 জানুয়ারির মধ্যে যাতে সবাই জল পায় ৷

Etv Bharat
গ্রামবাসীদের মুখে পানীয় জলের সমস্যা শুনে জনস্বাস্থ্য কারিগরি আধিকারিকদের তুলোধনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 11:08 PM IST

জলপাইগুড়ি, 5 ডিসেম্বর: পানীয় জলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা । আর গ্রামবাসীদের সার্কিট বেঞ্চে ডেকে এজলাস থেকে নেমে এসে মঙ্গলবার গ্রামবাসীদের সেই সমস্যার কথা শুনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তারপরই জন স্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকদের তুলোধনা করলেন তিনি ।

জানা গিয়েছে, দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শেপ দল্লা জোত গ্রামের আদিবাসীরা দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছেন না । প্রশাসনে আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি । এলাকায় বিশুদ্ধ পানীয় জল নেই । গ্রামে রাস্তার ধারে কয়েকটি পানীয় জলের ট্যাপ লাগানো হয় 2014-15 সালে । কিন্তু তাতেও কোনও লাভ হয়নি ।এলাকার বাসিন্দারা স্থানীয় মাঞ্ঝা নদীর জল খেয়ে বেঁচে আছেন । রাস্তার পাশে 14-15টি বাড়িতে কানেকশন দেওয়া হয় ঠিকই কিন্তু তাতে সবাই জল পাচ্ছেন না ।

এর আগে জেলা প্রশাসনের কাছে প্রথম চিঠি দেওয়া হয় 2020 সালের জানুয়ারী মাসে । জেলাশাসক, কমিশনার সবাইকে চিঠি দেওয়া হলেও কোনও লাভ হয়নি বলে জানান এলাকার সমাজসেবী তথা সিপিআইএমএল CPI(ML) লিবারেশনের রাজ্য কমিটির সম্পাদক দীপু হালদার । তিনি বলেন,"এখানে এমন অবস্থা যে স্থানীয় নদীর নোংরা জলই ভরসা । আগের মতো নদী পরিষ্কার নেই । ফলে নোংরা জল আর খাওয়া যাচ্ছে না । স্বাধীনতার 75 বছর পরেও পানীয় জলের জন্য হাইকোর্টের আসতে হবে এটা ভাবতেই পারি না । আমরা 2 মাস আগে জলের সমস্যার জন্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছি । আমরা হাইকোর্টে কেস করব ভেবে সবাই চাঁদা তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম । কিন্তু আইনজীবী সন্দীপ মণ্ডল আমাদের কেসটি বিনে পয়সায় লড়বেন বলে জানান । আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রামবাসীদের কাছ থেকে সব শুনে জন পিএইচইকে নির্দেশ দেন যাতে আগামী 15 জানুয়ারির মধ্যে সবাই জল পেয়ে যান ৷ সেই মতো গ্রামবাসীদের জল পেয়ে যাওযার আশ্বাস দিয়েছেন জন স্বাস্থ্য কারিগরি আধিকারিকরা । বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই এলাকা ঘুরে দেখতে চেয়েছেন ।"

এদিকে গতকাল থেকে মামলা তুলে নেবার জন্য তাঁদের চাপ দেওয়া হচ্ছে বলে জানান গ্রামবাসী লালমোহন মুন্ডা । তিনি বলেন,"গতকাল রাত থেকেই আমাদের জানানো হয় গাড়ি পাঠিয়ে দেওয়া হবে । সার্কিট বেঞ্চে গিয়ে মামলা তুলে নিতে হবে । যাবার পর হাজিরা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল । গ্রামের মানুষ জল পাচ্ছে কিনা, অফিসে বসে বুঝবেন কী করে ? জনস্বাস্থ্য কারিগরি দফতরের নির্বাহী বাস্তুকারকে কোর্টে ডেকে পাঠিয়ে প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।"

এদিকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী হীরক বর্মন বলেন, "বিচারপতি আজ এজলাস থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন । সরকারি প্রকল্পের কাজ চলছে ৷ খুব তাড়াতাড়ি জল পেয়ে যাবেন গ্রামবাসীরা তা সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা জানিয়েছেন । তবে আগামিকাল বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের আধিকারিক, বরাদপ্রাপ্ত ঠিকাদার ও জন স্বাস্থ্য আধিকারিকদের ফের ডেকেছেন বিচারপতি ।"

আরও পড়ুন :

1 পানীয় জলের দাবিতে দুর্গাপুরে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের

2পানীয় জলের দাবিতে বিধায়ককে ঘিরে ক্ষোভ এলাকাবাসীর

3পানীয়ের অযোগ্য দূষিত জলই ভরসা শালবনির যশপুর গ্রামের বাসিন্দাদের

ABOUT THE AUTHOR

...view details