জলপাইগুড়ি, 6 ডিসেম্বর: পানীয় জলের সমস্যা সংক্রান্ত একটি মামলার শুনানিতে মঙ্গলবার এজলাস থেকে নেমে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার ওই মামলার শুনানিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের তিনি জানিয়েছেন, জানুয়ারি মাসের মধ্যে গ্রামবাসীরা জল না পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ এ দিন এই মামলার রায় তিনি দেননি৷ মামলাটি তিনি নিজের কাছে রেখেছেন ৷ আগামী 9 ফেব্রুয়ারি পানীয় জলের সমস্যার সমাধান হল কি না, তা যাচাই করে দেখবেন বলেও জানিয়েছেন বিচারপতি ৷
অভিযোগ, দার্জিলিং জেলার নক্সালবাড়ি ব্লকের নক্সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শেপ দল্লা জোত গ্রামের আদিবাসী বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না । দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করেও কোনও লাভ হয়নি । এলাকায় বিশুদ্ধ পানীয় জল নেই । গ্রামে রাস্তার ধারে কয়েকটি পানীয় জলের ট্যাপ লাগানো হয় 2014-15 সালে । কিন্তু তাতেও কোনও লাভ হয়নি । এলাকার বাসিন্দারা স্থানীয় মাঞ্ঝা নদীর জল খেয়ে বেঁচে আছেন ।
তাই পানীয় জলের দাবিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন গ্রামবাসীরা । মঙ্গলবার সেখানেই মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ গ্রামবাসীদের সার্কিট বেঞ্চে ডেকে এজলাস থেকে নেমে এসে গ্রামবাসীদের সমস্যার কথা শোনেন বিচারপতি । জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের তুলোধনাও করেন তিনি ৷
বুধবার আদালতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে জানানো হয় যে আগামী জানুয়ারি মাসের মধ্যেই পানীয় জল পাবেন গ্রামবাসীরা । এর পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনস্বাস্থ্য কারিগরি দফতর, শিলিগুড়ি মহকুমা পরিষদ ও ঠিকাদারকে ডেকে নিয়ে সতর্ক ৷ জানান, জানুয়ারি মাসের মধ্যে গ্রামবাসীরা জল না পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷