জলপাইগুড়ি, 24 অগস্ট: সার্কিট বেঞ্চের মামলায় গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন খোদ বিচারপতি অভিজিৎ গগঙ্গোপাধ্যায় নিজেই। কিন্তু মেখলিগঞ্জের স্ট্রং রুমের টেকনিক্যাল পার্সন সিসিটিভি ফুটেজ খুলে দেখাতে পারেননি। জানা গিয়েছে, টেকনিক্যাল পার্সন বিচারপতিকে বৃহস্পতিবার জানান, মেখলিগঞ্জে গেলে তিনি সিসিটিভি ফুটেজ দেখাতে পারবেন। সেই মোতাবেক সার্কিট বেঞ্চ থেকে সিসিটিভি ফুটেজ দেখতে মেখলিগঞ্জে ছুঁটলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেখানেও বিচারপতিকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারলেন না টেকনিক্যাল পার্সন। ফের রাতে আদালতে বসবেন বলে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সংবাদ মাধ্যমকে বলেন, "গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটে দেখতে চেয়েছিলাম ৷ কিন্তু দেখাতে পারেননি। তাই মেখলিগঞ্জে এসেছিলাম ফুটেজ দেখতে ৷ এখানেও দেখতে পেলাম না। আমি আবার রাতে আদালতে বসব মামলা শুনতে। এখানে এসেছিলাম শুধু ফুটেজ দেখতে।" পঞ্চায়েত ভোটে অভিযোগ উঠেছিল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা স্ট্রং রুমের গণনা কেন্দ্রে গড়মিল হয়। মেখলিগঞ্জের 11 জন প্রার্থী গণনা কেন্দ্রে গড়মিল নিয়ে মামলা করেছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। এরপরই সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন বিচারপতি ৷ কিন্তু সেই ফুটেজ দেখতে পারেননি তিনি এদিন।