পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুরুঙের জামিন রুখতে তৎপর আইনজীবীরা, বৈঠক পুলিশের সঙ্গে - jp cicuit bench

গুরুঙের জামিন রুখতে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সরকারি আইনজীবীরা । জলপাইগুড়ি সার্কিট হাউজ়ে 40 জন পুলিশ অফিসারকে নিয়ে বৈঠক করেন 10 জন আইনজীবী । আজ 70টি মামলার শুনানি ছিল সার্কিট বেঞ্চে ।

ফাইল ফোটো

By

Published : Apr 25, 2019, 3:29 PM IST

জলপাইগুড়ি, 25 এপ্রিল : মোর্চা সুপ্রিমো বিমল গুরুং যাতে কোনওভাবেই জামিন না পান, সেজন্য দার্জিলিঙের সমস্ত তদন্তকারী অফিসারদের নিয়ে আজ বৈঠকে করলেন সরকারি আইনজীবীরা । সার্কিট হাউজ়ে এই বৈঠক হয় । 40 জন পুলিশ অফিসারকে নিয়ে 10 জন আইনজীবী বৈঠক করেন ।

আজ সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল PP অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, আজকের বৈঠকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে মামলাগুলোর বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় । আদালতে কোন তথ্য তুলে ধরা যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয় । বেশিরভাগ মামলার চার্জশিট তৈরি হয়ে গেছে বলে জানান, অদিতি শঙ্কর চক্রবর্তী। আজ গুরুঙের বিরুদ্ধে 70টি মামলা সার্কিট বেঞ্চে ওঠার কথা ছিল । কিন্তু আইনজীবীদের কর্মবিরতি থাকায় শুনানি হয়নি ।

বিমল গুরুঙের নামে 132টি মামলা রয়েছে । তবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে 91টি মামলা দায়ের হয়েছে । সেই মামলার জামিনের আবেদন করেন মোর্চা নেতা বিমল গুরুং । মামলার শুনানি থাকার জন্য সার্কিট বেঞ্চ চত্বর কঠোর পুলিশি নিরাপত্তায় মোড়া ছিল ।

ABOUT THE AUTHOR

...view details