পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hospital Chaos: জলপাইগুড়ির হাসপাতালে খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম - জলপাইগুড়ির হাসপাতাল

জলপাইগুড়ির (Jalpaiguri) সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আউটডোরে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের সঙ্গে সাক্ষাৎ করছেন ডাক্তারবাবু । সেই ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হলেন ডাক্তার ও নিরাপত্তা কর্মীরা ।

journalists-attacked-while-covering-jalpaiguri-hospital-news
জলপাইগুড়ির হাসপাতালে খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা

By

Published : Oct 1, 2021, 8:23 PM IST

জলপাইগুড়ি, 1 অক্টোবর: সরকারি হাসপাতালের (Hospital Chaos) আউটডোরে রোগী দেখা বন্ধ করে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সঙ্গে সাক্ষাৎ করার অভিযোগ উঠল ডাক্তারবাবুর বিরুদ্ধে । সেই ছবি তুলতে গেলেই সাংবাদিকদের উপর চড়াও হন ডাক্তার ও নিরাপত্তা কর্মীরা । ডাক্তার ও রিপ্রেজেনটেটিভদের সাক্ষাতের ছবি তুলতে গেলে সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে মারধরেরও অভিযোগ উঠেছে সদর হাসপাতালের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ।

শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) সুপার স্পেশালিটি হাসপাতালে । হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের হাতে হেনস্তার শিকার হতে হয় সাংবাদিকদের ৷ তাঁদের মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ । ঘটনার খবর পেয়েই সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ । কর্তব্যরত নিরাপত্তা রক্ষীকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল সুপার ডা. গয়ারাম নস্কর । তিনি জানান, চিকিৎসক কখনওই আউটডোরে ডাক্তার রিপ্রেজেনটেটিভদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না । তিনি ভুল করেছেন বলে জানালেন সুপার ৷

জলপাইগুড়ির হাসপাতালে খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা

জলপাইগুড়ি সদর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন । তিনি বলেন, "আমরা নিরাপত্তা রক্ষীর এজেন্সির সঙ্গে কথা বলব ৷ সাংবাদিকদের উপর আক্রমণ করা ঠিক হয়নি ।"

আরও পড়ুন:Bhabanipur Bye Election : মাত্র ছ‘মাসেই ভবানীপুরে কমল ভোটদানের হার, কীসের ইঙ্গিত?

আজ সকালে সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁরা দীর্ঘক্ষণ আউটডোরের বাইরে বসে রয়েছেন । এদিকে চিকিৎসক মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের সঙ্গে গল্প করছেন ৷ সাংবাদিকরা এই খবর পাওয়া মাত্র চিকিৎসকের ঘরে যান ৷ রিপ্রেজেনটেটিভদের সঙ্গে চিকিৎসকের কথা বলার ছবি তুলতে গেলেই তাঁদের বাঁধা দেন নিরাপত্তা রক্ষীরা । মোবাইল কেড়ে নিয়ে সাংবাদিকদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ ৷

জলপাইগুড়ি হাসপাতালে আক্রান্ত সাংবাদিক !

হাসপাতালে রিপ্রেজেনটেটিভ ঢোকা যখন সম্পুর্ণ বেআইনি, তখন কী করে হাসপাতালে তাঁরা ঢুকলেন, সেটাও খোঁজ নেওয়া হচ্ছে । সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশকে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে । এ দিকে যে রোগীরা সংবাদমাধ্যমের কাছে অভিযোগ জানিয়েছিলেন, নিরাপত্তা রক্ষীরা তাঁদেরও হুমকি দেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন :Babul Supriyo : অধ্যক্ষর সময় পাননি নাকি চাননি বাবুল, লোকসভা সচিবালয়ের বক্তব্য ঘিরে বিতর্ক

এ ব্যাপারে অভিযুক্ত ডাক্তার শুভম চট্টোপাধ্যায় বলেন, "রিপ্রেজেনটেটিভরা এসেছিলেন । আমি তাঁদের ডেকে বলেছি, এখানে কথা বলব না। তবে কাউকে মারধর করা হয়নি ।" এদিকে ঘটনার পর অভিযুক্ত নিরাপত্তা রক্ষী পালিয়ে যান । তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, "আমি যা জানলাম, আউটডোরে ডাক্তার মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের সঙ্গে কথা বলছিলেন । তা সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নেওয়া হয় । সাংবাদিকদের উপর আক্রমণ করা হয় । তা কাম্য নয় । ডাক্তার আউটডোরে কখনওই মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের সঙ্গে দেখা করতে পারেন না । এটাই নিয়ম । আমি নিরাপত্তা কর্মীকে শোকজ করছি । যাতে এমন ঘটনা আর না ঘটে সেটাও দেখা হবে ।"

আরও পড়ুন :Mamata Banerjee: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

ABOUT THE AUTHOR

...view details