জলপাইগুড়ি, 22 অক্টোবর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালবাজারে এলে তাঁকে ঝাঁটা ও কালো পতাকা দেখানোর পরামর্শ দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ৷ আগামী 5 নভেম্বর মালবাজারে আসার কথা শুভেন্দুর ৷ সেই প্রসঙ্গেই তাঁকে ঝাঁটা দেখানোর এই পরামর্শ তৃণমূল কর্মীদের দিয়েছেন একদা বিজেপিতে শুভেন্দুর-সতীর্থ জয়প্রকাশ (Jay Prakash Majumdar criticises Suvendu Adhikari) ৷
শনিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) ৷ সেখানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "বিজেপি নেতারা মৃতদেহ দেখলেই শকুনের মতো ঝাপিয়ে পড়ে লাশের রাজনীতি করতে । মালবাজারে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে আসছেন শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দু এলে ওকে ঝাঁটা, কালো পতাকা দেখাবেন ৷ গো-ব্যাক স্লোগান দেবেন"৷