পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jay Prakash Majumdar: 'শুভেন্দু এলে ঝাঁটা দেখান', পরামর্শ একদা সতীর্থ জয়প্রকাশের - Jay Prakash Majumdar

শনিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) ৷ সেখান থেকেই তিনি আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে ৷

ETV Bharat
Jay Prakash Majumdar on suvendu

By

Published : Oct 22, 2022, 11:06 PM IST

জলপাইগুড়ি, 22 অক্টোবর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালবাজারে এলে তাঁকে ঝাঁটা ও কালো পতাকা দেখানোর পরামর্শ দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ৷ আগামী 5 নভেম্বর মালবাজারে আসার কথা শুভেন্দুর ৷ সেই প্রসঙ্গেই তাঁকে ঝাঁটা দেখানোর এই পরামর্শ তৃণমূল কর্মীদের দিয়েছেন একদা বিজেপিতে শুভেন্দুর-সতীর্থ জয়প্রকাশ (Jay Prakash Majumdar criticises Suvendu Adhikari) ৷

শনিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) ৷ সেখানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "বিজেপি নেতারা মৃতদেহ দেখলেই শকুনের মতো ঝাপিয়ে পড়ে লাশের রাজনীতি করতে । মালবাজারে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে আসছেন শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দু এলে ওকে ঝাঁটা, কালো পতাকা দেখাবেন ৷ গো-ব্যাক স্লোগান দেবেন"৷

শুভেন্দুকে ঝাঁটা দেখানোর পরামর্শ জয়প্রকাশের

আরও পড়ুন: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা, মহামিছিলে হাঁটলেন বিশিষ্টরা

জয়প্রকাশের এই মন্তব্যকে কটাক্ষ করে জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর পালটা মন্তব্য, "জয়প্রকাশ মজুমদার আগে যে লাথি খেয়ে কচু বনে পড়েছিলেন সেই কথা মনে আছে ৷" শুভেন্দুর সভার আশেপাশে ক্ষমতা থাকলে তৃণমূল কর্মীদের আসার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি ৷ তৃণমূলের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী বুলু চিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা তৃণমুল সভাপতি মহুয়া গোপ ।

ABOUT THE AUTHOR

...view details