জলপাইগুড়ি, 6ফেব্রুয়ারি : জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । মার্চ মাস থেকে বর্ধিত হারে পেনশন অবসরপ্রাপ্ত শিক্ষকরা না পেলে এমনই করবে বলে জানায় তারা ৷
রাজ্য সরকার পে কমিশনের কথা ঘোষণা করেছিল । কিন্তু যে পে কমিশন প্রকাশিত হয়েছে তাতে শিক্ষক শিক্ষিকা থেকে কর্মচারী তাদের প্রাপ্য অধিকার থেকে শুধু বঞ্চিত হচ্ছেন । এমনকী যেখানে যেমন সিনিয়র শিক্ষকদের থেকে জুনিয়র শিক্ষকদের বেতন বেড়েছে তেমনই অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে । আজ অবধি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পে কমিশনের সুযোগ দেওয়ার বিষয়ে অপশন চাওয়া হল না । জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি হল কিন্তু অবসর প্রাপ্ত শিক্ষকরা বর্ধিত বেতন পায়নি বলে অভিযোগ করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি । আজ এই প্রতিবাদে সরব হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা ।