পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচলের হুঁশিয়ারি শিক্ষক সমিতির - বিপ্লব ঝা

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রাপ্য পেনশন দিতে হবে । তা না হলে আগামী মার্চ মাস থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ।

jalpiguri branch of all bengal teacher associations protest over pension issue
জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুমকি দিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি

By

Published : Feb 6, 2020, 11:46 PM IST

জলপাইগুড়ি, 6ফেব্রুয়ারি : জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । মার্চ মাস থেকে বর্ধিত হারে পেনশন অবসরপ্রাপ্ত শিক্ষকরা না পেলে এমনই করবে বলে জানায় তারা ৷


রাজ্য সরকার পে কমিশনের কথা ঘোষণা করেছিল । কিন্তু যে পে কমিশন প্রকাশিত হয়েছে তাতে শিক্ষক শিক্ষিকা থেকে কর্মচারী তাদের প্রাপ্য অধিকার থেকে শুধু বঞ্চিত হচ্ছেন । এমনকী যেখানে যেমন সিনিয়র শিক্ষকদের থেকে জুনিয়র শিক্ষকদের বেতন বেড়েছে তেমনই অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে । আজ অবধি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পে কমিশনের সুযোগ দেওয়ার বিষয়ে অপশন চাওয়া হল না । জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি হল কিন্তু অবসর প্রাপ্ত শিক্ষকরা বর্ধিত বেতন পায়নি বলে অভিযোগ করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি । আজ এই প্রতিবাদে সরব হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা ।


আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি শিক্ষা সংসদে সভাপতি তথা সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয় । সংগঠনের সভাপতি বিপ্লব ঝা অভিযোগ করেন, বেতন পরিকাঠামো নিয়ে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে । এই বৈষম্য অতিদ্রুত অবসান করতে হবে । দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রাপ্য পেনশন দিতে হবে । তা না হলে আগামী মার্চ মাস থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে । এবং DPSC অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ।


আজ জলপাইগুড়ি DI মানবেন্দ্র ঘোষ জানান তিনি এই স্মারকলিপি পেয়েছেন শিক্ষকদের দাবিগুলো তিনি শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবেন । স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝাঁ সহ সীতেশ চক্রবর্তী, পরিমল মোদক,ননীগোপাল মুখুটি সহ অন্যরা ।

ABOUT THE AUTHOR

...view details