জলপাইগুড়ি, 10 এপ্রিল : মাত্র আড়াই দিনে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরি হল কোরোনা হাসপাতাল। আজ ওয়ার্ডগুলিতে AC, ফ্যান লাগানো থেকে শুরু করে পরিকাঠামো তৈরির কাজ শেষ করল পূর্ত দপ্তর। তবে এখনও ভেন্টিলেটর লাগানো হয়নি । সকালেই হাসপাতাল পরিদর্শনে আসেন জলপাইগুড়ি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ।
আড়াই দিনে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরি কোরোনা হাসপাতাল
বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের দু'টি ব্লক নিয়ে 300 শয্য়া বিশিষ্ট কোরোনা হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে । প্রথমার্ধে 100 শয্য়ার কাজ হয়েছে ।
7 এপ্রিল জলপাইগুড়িতে এসে পর্যটন মন্ত্রী গৌতম দেব বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা হাসপাতাল গড়ার নির্দেশ দেন । তিনি বলেন, "বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে হবে কোরোনা রোগীদের চিকিৎসা। সেজন্য রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে।" এরপরই পূর্ত দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের ইন্ডোর স্টেডিয়ামের সামনে দুটি ব্লককে নিয়ে তৈরি হয় কোরোনা হাসপাতাল। ইতিমধ্যেই ব্লকে AC, ফ্যান লাগানো হয়ে গিয়েছে । রোগীদের ঢোকানোর জন্য র্যাম্প বসানো হয়েছে । তবে এখনও শয্যা ও ভেন্টিলেটরের কাজ বাকি রয়েছে ।
বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের দুটি ব্লক নিয়ে মোট 300 শয্য়া বিশিষ্ট কোরোনা হাসপাতাল করার পরিকল্পনা করা হয়েছিল । প্রথমার্ধে 100 শয্য়ার কাজ হয়েছে । জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এই 100 শয্য়ার পরিকাঠামোর জন্য় মোট আটটি ভেন্টিলেটর লাগানো হবে। এরপর বাকি শয্য়া বাড়ানোর কাজ শুরু হবে ।