পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Incident: দেওরের ছুরিকাঘাতে আহত বউদি ও ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত পলাতক - Jalpaiguri Attack

দেওরের ছুরির আঘাতে আহত বউদি এবং ভাইয়ের স্ত্রী । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় । অভিযুক্ত পলাতক (Jalpaiguri Attack) ৷

Jalpaiguri Attack
দেওরের ছুরির আঘাতে আহত বউদি এবং ভাইয়ের স্ত্রী

By

Published : Sep 28, 2022, 3:12 PM IST

জলপাইগুড়ি, 28 সেপ্টেম্বর: ছুরি নিয়ে আচমকাই দেওর চড়াও হল বউদি এবং ভাইয়ের স্ত্রীর উপর । মঙ্গলবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় । অভিযুক্ত ব্যক্তির নাম দুলাল রায় (Jalpaiguri Attack)।

জানা গিয়েছে, অভিযুক্ত এদিন সন্ধ্যার পর রাস্তার পাশে তার মামা টনেয়া রায় নামে এক ব্যক্তিকে মারধর করছিল । সেই সময় অভিযুক্তের বউদি সুমিত্রা রায় এবং ভাইয়ের স্ত্রী কল্পনা রায় দর্জির দোকান থেকে ফিরছিলেন । আচমকাই দুলাল মামাকে ছেড়ে তাঁদের উপর ঝাপিয়ে পড়ে বলে অভিযোগ ।

আরও পড়ুন:বাপের বাড়ি যেতে বাধা, রাগের চোটে একটানে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়লেন বধূ

মারধর করতে করতে হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে তাদের চালিয়ে দেয় । দু'জনই পেটে ছুরির আঘাতে গুরুতর আহত অবস্থায় দুই মহিলাই মাটিতে লুটিয়ে পড়েন । তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিৎসার পর আহতরা পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে ধূপগুড়ি থানায় এসে দুলাল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।

কল্পনা রায়ের স্বামী মানু রায় জানান, ঘটনার সময় বাজারেই ছিলাম । জানতে পেরে ছুটে আসি । স্ত্রী এবং বউদিকে ছুরি দিয়ে আঘাত করেছে । কী কারণে এই ঘটনা ঘটালো বুঝতে পারছি না । লিখিত অভিযোগ করা হয়েছে । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি । এদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details