পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কনটেনমেন্ট জ়োন ভাঙলে কড়া ব্যবস্থা , জলপাইগুড়িতে মোট আক্রান্ত 1,314 - jalpaiguri total corona cases 1314 new cases 106

জলপাইগুড়িতে আজ নতুন করে 106 জন কোরোনায় আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 314 জন ৷

jalpaiguri total corona cases 1314 new cases 106
জলপাইগুড়িতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1,314 জন

By

Published : Aug 1, 2020, 8:44 PM IST

জলপাইগুড়ি , 1 অগাস্ট : জলপাইগুড়ি পৌর এলাকায় কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে । আর তাই কনটেনমেন্ট জ়োনের যারা নিয়ম ভাঙছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথে এগোচ্ছে পৌরসভা । আজ জলপাইগুড়িতে কোরোনায় আক্রান্ত হয়েছেন এক পরিবারের 4 সদস্য । জলপাইগুড়িতে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা 106 । জলপাইগুড়িতে মোট আক্রান্তের সংখ্যা 1,314 ৷

জলপাইগুড়িতে একই পরিবারের 4 সদস্যের নতুন করে কোরোনাতে আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ দিনে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা এক'শ পেরলো ৷ ওই পরিবারের 2 জন এর আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ কিন্তু , বর্তমানে তাঁরা সুস্থ আছেন বলে জানিয়েছেন, জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় । ওই আক্রান্ত 4 জন নিজেদের বাড়িতেই হোম আইসোলেশনে আছেন ।

কোরোনা আক্রান্ত এলাকায় কনটেনমেন্ট জ়োন করা থাকলেও কিছু মানুষ কনটেনমেন্ট এলাকা থেকে বাইরে বেরিয়ে আসছেন । তাদের আজ সর্তক করে দেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় ও নিপু সাহা । সৈকত চট্টোপাধ্যায় বলেন, " কনটেনমেন্ট এলাকায় যারা নিয়মভঙ্গ করবেন , তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । "

ABOUT THE AUTHOR

...view details