শিলিগুড়ি, 23 নভেম্বর: দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল গুলিবিদ্ধ জলপাইগুড়ির(Jalpaiguri) তৃণমূল কংগ্রেস নেতার (TMC Leader)। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College and Hospital) মৃত্যু হয় তাঁর ৷ মৃত তৃণমূল কংগ্রেস নেতার নাম সোলেমান মহম্মদ । টানা দু'দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর আজ সকাল 6টা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ রবিবার রাতে দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হলে তাঁকে প্রথমে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেই রাতেই তাঁকে শিলিগুড়ির সেবক রোডের আরেকটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর মাথায় অস্ত্রপোচার করার কথা থাকলেও শারীরিক পরিস্থিতি খুবই খারাপ থাকায় তা করা যায়নি ৷ এরপর সোমবার রাতে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল।
প্রসঙ্গত, রবিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকার গন্ডার মোড়ে স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা তথা এসসি-এসটি শাখার বুথ সভাপতি সোলেমান মহম্মদ (55) দুষ্কৃতীদের গুলিতে জখম হন। তাঁর বাড়ি ভুটকির বলরাম এলাকায়। রাজগঞ্জের ভুটকি গন্ডার মোড় এলাকায় একটি লটারির দোকানে বসে থাকাকালীন এই ঘটনা ঘটে। বাইক নিয়ে এসে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি লটারি দোকানের সামনে দাঁড়ায় এবং এই তৃণমূল নেতাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মারাত্মক জখম অবস্থায় ফুলবাড়ি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।