জলপাইগুড়ি, 26 মার্চ: দলেরই কয়েকজনের প্ররোচনায় তাঁর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করলেন জলপাইগুড়ি পৌরসভার 25 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালি দাস ৷ জানা গিয়েছে, শনিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কাউন্সিলরের স্বামী শান্তনু সরকার (husband of tmc councillor) ৷ গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি ।
আত্মঘাতী হওয়ার চেষ্টার কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে ৷ এদিকে তাঁর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পৌষালী দাস ৷ এই ঘটনার খবর পেয়েই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ।