পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maynaguri News : খাট ভেঙেছিলেন শুভেন্দু ! চটজলদি নতুন এল তৃণমূলের সৌজন্যে

শনিবার সকাল হতেই নির্যাতিতার বাড়িতে ব্র্যান্ড নিউ খাট নিয়ে এসে হাজির হন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় (Maynaguri News ) ।

Maynaguri News
Maynaguri News

By

Published : Apr 30, 2022, 7:57 PM IST

Updated : Apr 30, 2022, 8:26 PM IST

জলপাইগুড়ি, 30 এপ্রিল : খাট নিয়ে খটাখটি ! জলপাইগুড়ির ময়নাগুড়িতে 'খাট ভাঙা' নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ গতকাল ময়নাগুড়ির নির্যাতিতার বাড়ি গিয়ে খাটে বসতে গিয়ে ভেঙে পড়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যা নিয়ে শাসক শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে হাসির রোল ওঠে ৷ এই নিয়ে দিনভর চর্চায় ছিল সোশ্যাল মিডিয়া ৷ তবে এতকিছুর মাঝে গরিব পরিবারটির লোকসানের কথা কেউ ভাবেনি ৷ কিন্তু শনিবার বেলা হতেই নির্যাতিতার বাড়িতে নতুন খাট নিয়ে হাজির হয় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস (jalpaiguri tmc bought brand new bed for maynaguri victims family) ৷

11 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত 25 এপ্রিল মৃত্যু হয় ময়নাগুড়ির নির্যাতিতার ৷ অভিযোগ, ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণের চেষ্টা এবং পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয় ৷ অভিযুক্তদের তরফে হুমকি সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী । পরে মৃত্যু হয় তার ৷ নির্যাতিতার মৃত্যুর পর শুক্রবার ময়নাগুড়ি যান রাজ্যের বিরোধী দলনেতা ৷ সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামী ও এলাকার বিধায়ক ৷ মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাড়ির ভেতরে খাটে বসতে যান ৷ তবে সংকীর্ণ জায়গায় বসতে গিয়ে খাট ভেঙে নিচে পড়ে যান (Suvendu Adhikari breaks Bed in Moynaguri victims home) ৷ যদিও সঙ্গে থাকা কর্মী-সমর্থকরা তাঁকে সামলে নেওয়ায় আঘাত পাননি শুভেন্দু ৷ ফেরার আগে অবশ্য খাট কেনার জন্য টাকা দিয়ে যান তিনি ৷

চটজলদি নতুন এল তৃণমূলের সৌজন্যে

এদিকে শনিবার সকাল হতেই নির্যাতিতার বাড়িতে ব্র্যান্ড নিউ খাট নিয়ে এসে হাজির হন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় । সঙ্গে ছিলেন ময়নাগুড়ি 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি মনোজ দেবনাথ-সহ অন্যান্যরা । পরিবারটির হাতে নতুন খাট তুলে দিয়ে শুভেন্দু অধিকারীকে কার্যত তুলোধোনা করেন তিনি ৷ এমনকী তাঁকে ভাঁড়ের সঙ্গে তুলনা করেন ৷

আরও পড়ুন : Howrah News : বাড়ির সামনে প্রস্রাব ! প্রতিবাদ করতেই লুঙ্গির ভাঁজ থেকে বেরল বন্দুক

জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, "বাংলার রাজনীতিতে গোপাল ভাঁড় হলেন শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী ময়নাগুড়িতে এসে পরিবারটির জন্য কিছুই করতে পারেননি । উলটে গরিব পরিবারটির খাট ভেঙে দিয়ে চলে গিয়েছেন । তাই পরিবারটিকে আমরা নতুন খাট দিয়েছি । আগামীতে এই পরিবারকে সবরকমভাবে সহযোগিতা করব । সেই সঙ্গে মৃত কিশোরীর ভাইয়ের পড়াশোনার সমস্যা না হয় তা দেখব ।" মৃতার ভাই জলপাইগুড়ির কোনও স্কুলে পড়তে চাইলে সেই ব্যবস্থাও করবেন বলে আশ্বাস দেন সৈকত চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : Fake Bride Arrested : বাস্তবের 'ঠগিনী', বিয়ের পর সর্বস্ব লুঠের ছক ফাঁস, গ্রেফতার নববধূ

Last Updated : Apr 30, 2022, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details