জলপাইগুড়ি, 26 অক্টোবর: দীর্ঘদিন পর ফের স্কুল খুলছে (School Repening )। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে আগামী 16 নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল ও কলেজ ৷ এই সিদ্ধান্তে বেজায় খুশি জলপাইগুড়ির (Jalpaiguri) ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ।
করোনা সংক্রমণ রোধে গত বছর এপ্রিল মাসে লকডাউন ঘোষণার পরেই বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল কলেজ । গত বছরের শেষের দিকে স্কুল কলেজ খোলা হবে ধরে নেওয়া হলেও রাজ্য সরকার সেই অনুমতি দেয়নি । এরপর চলতি বছর কয়েকদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলেও করোনা আবহে চলতি বছরের 16 মার্চ স্কুল, কলেজ-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল 2021 সালের 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে সেগুলি ৷ কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে ৷ বাধ্য হয়েই মাসের পর মাস বন্ধ রাখতে হয় স্কুল, কলেজ ৷
করোনা সংক্রমণ না-বাড়লে পুজোর পর যে স্কুল-কলেজ খুলবে তা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার উত্তরকন্যায় তিনি ঘোষণা করেন, আগামী 16 নভেম্বর থেকে রাজ্যে স্কুল, কলেজ খুলবে ৷ এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশও দেন তিনি ৷ স্বাস্থ্যবিধি হিসেবে কী কী ব্যবস্থা নিতে হবে, তার একটি নির্দেশিকাও জারি করা হচ্ছে ।
আরও পড়ুন:Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী