পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hand Washing Competition: হাত ধোয়ার প্রতিযোগিতায় দেশের সেরা জলপাইগুড়ির মারোয়াড়ি বালিকা বিদ্যালয় - কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2021-2022 পেল জলপাইগুড়ি মারোয়াড়ি বালিকা বিদ্যালয় ৷ তারা হাত ধোয়ার প্রতিযোগিতায় (Hand Washing Competition) দেশের মধ্যে প্রথম হয়েছে ৷ শনিবার দিল্লিতে স্কুলের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ।

jalpaiguri-school-won-first-place-in-hand-washing-competition-in-india
Hand Washing Competition: হাত ধোয়ার প্রতিযোগিতায় দেশের সেরা জলপাইগুড়ির মারোয়াড়ি বালিকা বিদ্যালয়

By

Published : Nov 19, 2022, 8:40 PM IST

জলপাইগুড়ি, 19 নভেম্বর: হাত ধোয়ার প্রতিযোগিতায় (Hand Washing Competition) দেশের মধ্যে প্রথম হল জলপাইগুড়ি মারোয়াড়ি বালিকা বিদ্যালয় । কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2021-22’ পেল জলপাইগুড়ির (Jalpaiguri) এই স্কুল । জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় দেশের 39টি স্কুল যোগ্যতা অর্জন করে । হ্যান্ড ওয়াশিং বিভাগে দেশের মধ্যে প্রথম হয়েছে জলপাইগুড়ির মারোয়াড়ি বালিকা বিদ্যালয় । আজ, শনিবার দিল্লির আকাশবাণী রঙ্গ ভবনে আয়োজিত অনুষ্ঠানে ওই স্কুলকে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Union Minister Subhas Sarkar) । পুরস্কার গ্রহণ করেন মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লক্ষ্মী বাগচী ।

লক্ষ্মী বাগচী বলেন, ‘‘আমরা খুব আনন্দিত শিক্ষা মন্ত্রক থেকে এমন একটা পুরস্কার পেয়ে । আমাদের বিদ্যালয়ের আজ গর্বের দিন । আমরা রাজ্যে এই প্রথম হওয়ার পাশাপাশি দেশের মধ্যে প্রথম হলাম । 5টি বিভাগে প্রতিযোগিতা হয়েছিল ।হ্যান্ডওয়াশিং, ওয়াটার, বিহেবিহার চেঞ্জ, স্যানিটেশন, অপারেশনাল ম্যানেজমেন্ট বিভাগে প্রতিযোগিতা হয়েছিল । আমরা আমরা হ্যান্ডোয়াশিং বিভাগে প্রথম হয়েছি ।’’

জলপাইগুড়ি শহরের 5 নম্বর ওয়ার্ডের দিনবাজারে অবস্থিত মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ের দেশের মধ্যে প্রথম শিরোপা পাওয়ায় খুশি জলপাইগুড়ি শহরবাসী । জলপাইগুড়ি পৌরসভার (Jalpaiguri Municipality) 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, ‘‘গর্বের বিষয় । দেশের এত স্কুলের মধ্যে জলপাইগুড়ির মারোয়াড়ি বালিকা বিদ্যালয় হ্যান্ডওয়াশিং বিভাগে প্রথম হয়েছে । দীর্ঘদিন থেকেই এই স্কুলের ছাত্রীরা নানা কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে । প্রধান শিক্ষিকার ভূমিকা ভালো । তাঁর নেতৃত্বেই স্কুল অগ্রগতি করছে খুব ভালো লাগছে ।’’

আরও পড়ুন:নাট্যভিনয়ে মাধ্যমে স্কুলে বায়ু দূষণের সচেতেনতা বৃদ্ধি স্বাস্থ্য দফতরের

ABOUT THE AUTHOR

...view details