পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালীপুজো দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনা, মৃত 3 ভাই - জলপাইগুড়িতে মৃত্যু তিন ভাইয়ের

কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে মৃত্যু হল তিন যুবকের ৷ তিনজনই সম্পর্কে তুতো ভাই ৷

পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের

By

Published : Oct 30, 2019, 2:47 PM IST

Updated : Oct 30, 2019, 2:52 PM IST

জলপাইগুড়ি, 30 অক্টোবর : কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে মৃত্যু হল তিনজনের ৷ তারা সম্পর্কে জেঠতুতো, খুড়তুতো ভাই ৷ আজ গভীর রাতে ধুপগুড়ি-ময়নাগুড়িগামী জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মারা যায় তিনজন ৷ তাদের নাম পঙ্কজ সরকার (19), জয়ন্ত সরকার (18) ও মদন সরকার (20) । তাদের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার সন্ন্যাসীকাটা এলাকায় ।

মৃতদের পরিবারের সদস্য যুধিষ্ঠির সরকার বলেন, "গতরাতে বাড়ি থেকে তিন ভাই ধুপগুড়িতে কালীপুজো দেখার জন্য মোটর বাইকে করে বেরিয়েছিল । বাড়ি ফেরার সময় ধুপগুড়ি ময়নাগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের অসম মোড়ের কাছে দ্রুতগতিতে গতিতে আসা একটি ট্রাক সামনাসামনি ধাক্কা মারে বাইকে ৷ তিনজনই ছিটকে পড়ে যায় ৷ এলাকার লোকজন পুলিশকে খবর দেয় ৷ পুলিশ তিনজনকেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে ।

দুর্ঘটনাস্থানের ভিডিয়ো

ময়নাগুড়ি থানা সূত্রে জানা গেছে, মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Last Updated : Oct 30, 2019, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details