পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দমকল কর্মী, সাফাই কর্মীদের সম্মান জলপাইগুড়ির ক্লাবে - থানামোড় রিক্রেয়েশন ক্লাব

আজ থানামোড়ে জলপাইগুড়ির থানামোড় পৌরসভার 20 জন সাফাই কর্মী,দমকল কর্মীদের ফুল, মিষ্টি, মাস্ক দিয়ে সম্মান জানান পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা থানানোড় রিক্রিয়েশন ক্লাবের অন্যতম সদস্য সন্দীপ মাহাত।

jalpaiguri  recreation club
থানামোড় রিক্রেয়েশন ক্লাব

By

Published : Apr 18, 2020, 10:44 PM IST

জলপাইগুড়ি,18 এপ্রিল : জলপাইগুড়িতে এমারজেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত দমকল কর্মী, সাফাই কর্মীদের সম্মান জানালল জলপাইগুড়ি থানামোড় রিক্রিয়েশন ক্লাব। আজ থানামোড়ে জলপাইগুড়ির থানামোড় পৌরসভার 20 জন সাফাই কর্মী,দমকল কর্মীদের ফুল,, মিষ্টি, মাস্ক দিয়ে সম্মান জানান পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা থানানোড় রিক্রিয়েশন ক্লাবের অন্যতম সদস্য সন্দীপ মাহাত।

এছাড়া জলপাইগুড়ি থানা মোড় রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে 50 হাজার টাকা দান করা হল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। আজ জলপাইগুড়ি থানা মোড় রিক্রিয়েশন ক্লাবের অন্যতম সদস্য সন্দীপ মাহাত জানান," আমরা কোরোনা মোকাবিলায় জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 50 হাজার টাকা প্রদান করেছি।আগামী দিনেও আমরা যথাসাধ্য সাহায্য করব।"

সন্দীপ মাহাত আরও বলেন, "জলপাইগুড়ি পৌরসভার 20 জন সাফাই কর্মী সহ দমকল কর্মীদের ফুল, মিষ্টি দিয়ে কাজে উৎসাহিত করা হয়।কারণ তাঁরাই আমাদের এখন জরুরি পরিষেবা দিচ্ছেন। তাঁদের মনবল যাতে বাড়ে তাই এই উদ্যোগ ৷ শুধু তাই নয় এঁরাই সমাজের গুরুত্বপূর্ণ কর্মী।" এ

দিন সাফাইকর্মী বিশাল রাউত,সঞ্জয় রাউতরা জানান, "আমরা আজ খুব খুশি হয়েছি।আমাদেরকে কেউ ফুল মিষ্টি দিয়ে সম্মান জানাবে ভাবতেই পারিনি।" সাফাই কর্মীদের ইনচার্জ পবন পাসওয়ান জানান," আজ আমাদের খুব আনন্দ হচ্ছে যে থানামোড় রিক্রিয়েশন ক্লাব সাফাই কর্মীদের কথা ভেবেছে। সম্মান পেয়ে সাফাই কর্মীরা এখন উৎসাহিত হবে।"

ABOUT THE AUTHOR

...view details