জলপাইগুড়ি, 14 মে: নিঝুম গ্রামের প্রত্যন্ত এলাকায় অন্য রকম পরিবেশ । আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে রবিবার অভিনব উপায়ে মাতৃদিবস পালন করল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় । গত বছরের মতো এবছরও আন্তর্জাতিক মাতৃদিবসে এই স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 'মা পুজো' । বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন শ্রদ্ধা-ভক্তির সঙ্গে মায়ের পুজো করে ।
অভিনব এই 'মা পুজো' ৷ প্রথমে জল দিয়ে মায়ের পা ধুইয়ে দেয় পড়ুয়ারা, এরপর হাতজোড় করে মায়ের কাছে শপথবাক্য পাঠ করে ও প্রণাম করে মাকে পায়েস খাইয়ে দেয় । মায়েরাও তাঁদের সন্তানদের পায়েস খাইয়ে মিষ্টি মুখ করান । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি লক্ষমোহান রায়, ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং-সহ বিশিষ্ট জনেরা ।
মায়ের সঙ্গে সন্তানদের যে নাড়ির টান, প্রত্যেকের কাছে নিজের মা দেবীতুল্য সেটা মাথায় রেখেই মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ককে সুদৃঢ় করতে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷ বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও । ছোটো থেকেই সেখান হয়, সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হল 'মা '। ভিন্ন ভিন্ন ভাষায় আলাদা আলাদা ভাবে ডাকা হলেও প্রত্যেকে সন্তানের কাছে তাদের মা এক অমূল্য সম্পদ ৷